সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একেই বলে কলিযুগ! মাটি থেকে আকাশের দিকে উ’ঠ’ছে বজ্রপাত, তা’জ্জ’ব নেটপা’ড়া

বজ্রপাতের রূপ ভয়ঙ্কর সুন্দর। কালো আকাশ জুড়ে ঘন অন্ধকার ঝলসে যাওয়া আলো চোখ ধাঁধিয়ে দেয় মানুষের। আকাশকে চিরে ফেলে ঝলসে যাওয়া আলো দেখে চোখ ধাঁধিয়ে ওঠে, যার কারণেই ঘরে বসে সেই দৃশ্য যতটা সুন্দর ততটাই বাইরে গেলে মানুষের ভয়কা যেন আরো কয়েকগুণ বেড়ে ওঠে।

এই বজ্রবিদ্যুৎ এর কারণে অনেক মানুষ রয়েছে যারা কিনা প্রাণ হারায় । তবে বজ্রবিদ্যুৎ মানেই উপর থেকে নিচের আকাশে বুক চিরে ছুটে যাওয়া আলো।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে একেবারে উল্টো ছবি। আমরা সব সময় লক্ষ্য করেছি আকাশ থেকে নিচের দিকে ছুটে আসে বজ্রবিদ্যুৎ।

আরো পড়ুন: শ্রীলঙ্কার তামিলদের সাহায্য করতে ই’চ্ছু’ক, মোদির কাছে অ’নু’ম’তি চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

এটাই হয়তো প্রকৃতির নিয়ম, কিন্তু না সেই ধারণা ভেঙে দিলো এবার। চেনা ছন্দে এবার হারিয়ে গেছে, নিজের থেকে ঊর্ধ্বমুখী ছুটে যাচ্ছে সেটি। এই দৃশ্য দেখে অবাক সবাই, এটাও কি সম্ভব? সত্যিই এটি একটি বিস্ময়কর দৃশ্য যা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে।

ভিডিওটি তোলা হয়েছে আমেরিকার কানসাস প্রদেশ থেকে। সেখানেই এক ব্যাক্তি ভিডিও শেয়ার করে লিখেছেন। এইমাত্র ক্যামেরাবন্দি করতে পেরেছি পাগলামি ভরা এক বজ্রপাতকে। এটাও কি কখনো সম্ভব? আমরা সবাই জানি একেবারে উপর থেকে নিচের দিকে নেমে আসে বজ্রপাত, কিন্তু এটা একেবারে উল্টো পুরাণ।