সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অমর্ত্য সেনের বাবার নামেও জমি দখলের অ’ভি’যো’গ আনলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

গতকাল বুধবার,দ্বিতীয় শুনানিতেও কোনো সুরাহা হলোনা অমর্ত্য সেন ও বিশ্বভারতীর জমি বিতর্ক মামলার। বোলপুর ভূমি ও ভূমিসংস্কার দফতরে (বিএলআরও অফিস) এই মামলা চলছে। দু’পক্ষের আইনজীবী নিজেদের দাবি ও প্রমাণ রাখেন,কিন্তু কোনও সিদ্ধান্তই নেওয়া যায়নি গতকাল।

একদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অমর্ত্য সেন তাদের মোট ১.৩৮ একর জমি দখল করে রেখেছেন যার মধ্যে তাঁর প্রকৃত জমির পরিমাণ ১.২৫ একর। বাকি ১৩ ডেসিমল বিশ্বভারতীর নিজস্ব জমি।বিশ্ববিদ্যালয়ের তরফে এই দাবি জানিয়ে অবিলম্বে সেটি ফেরত দেওয়ার আবেদন জানানো হয় অমর্ত্য সেনের কাছে।

কিন্তু তিনি সেই জমি ছাড়তে নারাজ। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে টানাপোড়েন চলছে এই দুই দলের মধ্যে। বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাসের মতে,’ অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে মোট ১.২৫ একর জমি লিজ দেওয়া হয়েছিল।

আরো খবর: ১১ বছর ধরে বাড়ির বা’ই’রে বে’র হতে দেয়নি আইনজীবী স্বামী, অবশেষে যা হ’লো

কিন্তু উনি চালাকি করে ১.৩৮ একর জমি লিখিয়ে নিয়েছিলেন।’ অন্যদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদের দাবি তিনি বোলপুর বিএলআরও অফিসে নিজের জমি মিউটেশন করার জন্য আবেদন জানান । তিনি জানান,’ এই বাড়ির জমি অনেকদিন ধরেই আমার বাবার নামে ছিল।

বিতর্ক এড়াতে নিজের নামে এই জমি মিউটেশন করার জন্য আবেদন করেছি।’ বিতর্কের সূত্রপাত,যখন রাজ্য সরকারের কাছে থাকা বিভিন্ন জমি অমর্ত্য সেনের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে দেখা যাচ্ছে ১.৩৮ একর জমি লিজ দেওয়া হয়েছিল অমর্ত্যে সেনের বাবাকে।

কিন্তু বিশ্বভারতীর ভারপ্রাপ্ত রেজিস্টার অশোক মাহাতোর দাবি ‘২০০৫ সালে অমর্ত্যবাবুর আবেদনপত্রে ১.২৫ একর জমির কথাই লেখা ছিল, ১.৩৮ একর নয়।’ এখন দেখার বিষয় জল কতদূর গড়ায়।