সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোল ও ডিজেলের উপর ২ শতাংশ VAT ক’ম’লো, স্ব’স্তি’র খ’ব’র দিলো এই রাজ্যের সরকার

বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দাম বেড়েই চলেছিল পেট্রোল ও ডিজেলের। পেট্রোলের দাম বেশ কিছুটা আগেই সেঞ্চুরি পার করার পরে ডিজেলেও একশো ছাড়িয়েছিল। আর পেট্রোপণ্যের যে দামবৃদ্ধির বেড়ে যাতায়াত থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস, সবেতেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল সাধারণ মানুষকে।

সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে দীপাবলির আগের দিন পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক কিছুটা কমায় কেন্দ্র। দীপাবলির একদিন আগে কেন্দ্রের উৎপাদন শুল্ক হ্রাসের কথা জানানোয় পেট্রোলে প্রতি লিটার ৫ টাকা ও ডিজেলে প্রতি লিটারে ১০ টাকা কমেছিল।

কেন্দ্রের শুল্ক কমানোর সিদ্ধান্তের পর দেশের একাধিক রাজ্যও উৎপাদন শুল্ক কমিয়েছে তাদের রাজ্যে। গোটা দেশের মানুষ পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে কার্যত ধুঁকছে । এবার ছত্রিশগড় সরকার এর মধ্যে একটু হলেও স্বস্তি খবর দিল। জানা গিয়েছে, পেট্রোল-ডিজেলের ২% VAT মুকুব করা হয়েছে। এর ফলে বেশ কিছুটা হলেও দাম কমবে পেট্রোল-ডিজেলের এবং এক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বে ছত্রিশগড় সরকার।সম্প্রতি পেট্রোল-ডিজেলের এক্সাইজ ট্যাক্স মুকুব করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ কি এবার দাম কমতে পারে?