সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Vastu Shastra: সন্তানের পড়াশোনায় ম’নো’যো’গ বৃ’দ্ধি’তে রইলো বাস্তু টিপস

পড়াশোনা নিয়ে অবহেলা, এখন এই সমস্যা প্রায় প্রত্যেক বাড়িতে। বর্তমানের যুবসমাজ বই খাতা থেকে অনেকটাই দূর স্থানে বসবাস করে। তবে হ্যাঁ এর মধ্যেও রয়েছে ব্যতিক্রমী পড়ুয়া। পড়তে বসায় অনীহা,একটানা অনেকক্ষণ বই নিয়ে বসে থাকতে না পারা এই সব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় সকলকে।

এর থেকেই স্পষ্ট, যে তাদের ধৈর্য্য একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এর একমাত্র দায়ভার নিতে হবে বর্তমানের ইলেকট্রনিক জিনিসকেই, যার মধ্যে মোবাইল অন্যতম। কিন্তু যদি জ্যোতিষ শাস্ত্রের কথা বলা যায় তাহলে ,এইসব বাস্তু দোষ থেকেই হওয়া সম্ভব বলে জানা যায়। আর এই ধরনের বাস্তু সমস্যার দ্রুত দূর করা উচিত, যার জন্য রয়েছে বিভিন্ন ধরনের টিপস। এইসব কিছু নিয়ম করে পালন করলেই মিলতে পারে সুফল।

আমরা অনেকেই অজান্তে চেয়ার-টেবিলের বদলে বিছানায় পড়াশোনা করি, যা জ্যোতিষ শাস্ত্রে একটি বাস্তব বিরুদ্ধে কাজ। তাই এখন থেকে চেয়ার-টেবিলে পড়াশোনা করাটা আবশ্যক।

চেয়ার-টেবিলে পড়াশোনা করার সময় টেবিল ল্যাম্পের আলোতেই মনঃসংযোগ বৃদ্ধি পায়। আমরা যে ঘরে পড়াশোনা করি বা করব, সেই ঘর সর্বদা সবুজ রঙের হওয়া উচিত। কারণ সবুজ বুধের রং। যা কিনা সহজেই মনঃসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে।

নিয়ম করে সকাল সন্ধ্যা পড়ার ঘরে অবশ্যই চন্দনের দ্বীপ জ্বালাতে হবে, এতে ঘর সুগন্ধিত হওয়ার সাথে সাথে পড়াশোনায় ও তার সাথে পড়ুয়ার মনেও ধৈর্যের বৃদ্ধি ঘটবে। এর সাথে কোনো এক শুক্লপক্ষের শনিবার সমস্ত বইয়ের মধ্যে রাখতে হবে লবঙ্গ।

এই সমস্ত কিছু করার সাথে সাথে যদি নিয়ম করে সাদা জামা কাপড় পড়ে এই সরস্বতী মন্ত্রটি জপ করা যায় তাহলে মনঃসংযোগ বৃদ্ধি হবে অনেকটাই ।

‘ওঁ শ্রীং হ্রীং বাগ্বাদিনী ভগবতী

অর্হনমুখনিবাসিনী সরস্বতী

মমাংসে প্রকাশং কুরু স্বাহা’