সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তান স’ম্প’র্কে এইসব পো’স্ট একদম করবেন না!

অভিভাবক থেকে শুরু করে শিশু, সকলের জীবনের অন্য অঙ্গ সোশ্যাল মিডিয়া। দিনের বেশিরভাগ সময় আমাদের কাটে সোশ্যাল মিডিয়াতে। পার্সোনাল কোন মুহূর্তে হোক অথবা যে কোন গুরুত্বপূর্ণ কথা, সবকিছুই আমরা শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই এর মধ্যেও লুকিয়ে থাকে বিশাল বড় বিপদ।

ছেলেমেয়েরা নতুন যা কিছু শেখে, সবকিছুই অভিভাবকরা সকলকে জানাতে পছন্দ করেন। আর সকলকে জানানোর ক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়া সবথেকে বড় অস্ত্র, তা বলাই বাহুল্য। প্রতিনিয়ত সন্তানের নতুন নতুন ছবি অথবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি আমরা। কিন্তু সন্তানের সম্পর্কে সবকিছু জেনেই সকলের সঙ্গে শেয়ার করা উচিত নয়, তা ভুলে যাই আমরা।

সন্তানের ছবি অথবা তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে দিলে তা খুব সহজেই সাইবার ক্রাইমের আওতায় চলে আসতে পারে। এমনকি ভবিষ্যতে তাদের প্রাণ সংশয় আশঙ্কা থেকে যায়। এইসব তথ্য আপনার সন্তানের গতিবিধি নজর রাখে দুষ্কৃতীরা। তাই চলুন জেনে নেওয়া যাক কোন কোন তথ্য আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে অচিরেই নিজের বিপদ ডেকে আনতে পারেন

আপনার সন্তানের নাম অথবা ঠিকানা কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। নাম অথবা ঠিকানা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে কিডন্যাপার রা খুব সহজে আপনার বাড়ির হদিস পেয়ে যাবে।আপনার সন্তান ছোট হোক অথবা বড়, কখনও পোশাক হিন্দি ছবি ভুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। এই সমস্ত ছবি খারাপ হাতে পড়ে গেলে অসাধু কাজে ব্যবহৃত হতে পারে।

সন্তানদের পাসপোর্ট হয়েছে, বা আধার কার্ড হয়েছে এই সমস্ত ছোটখাটো ডকুমেন্টস এর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। চাইন্ড আইডেন্টিটি এর মত ঘটনা বর্তমানকালে ঘটছে হামেশা। আপনার সন্তানের কোনো ব্যবহারগত সমস্যা অথবা দুর্বলতা থাকলে কখনো শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া সেমিং কিন্তু অনেককেই খাদের কিনারায় নিয়ে যায়।

সন্তানের রাগারাগি অথবা কান্নাকাটি করার ছবি অথবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই অনেক লাইক পেতে পারেন আপনি কিন্তু ভুলেও এই কাজ করবেন না। ছোট হলেও ওদের অপমান বোধ রয়েছে, তাই এই কাজ করলে ওরা অপমানিত বোধ করতে পারে। আপনার সন্তানের বন্ধুদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। অনেক অভিভাবক এতে অসস্তি বোধ করতে পারেন। অন্যের সন্তানের ছবি পোস্ট করার আগে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন।