Home বিনোদন KK-র শে’ষ ইচ্ছেপূরণ করলো পরিবার, ব’দ’লে দেওয়া হ’লো instagram-র ডিপি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

KK-র শে’ষ ইচ্ছেপূরণ করলো পরিবার, ব’দ’লে দেওয়া হ’লো instagram-র ডিপি

দিনটা ছিল ৩১ মে। সেই দিনই তিলোত্তমার বুকেই প্রাণ বিসর্জন দিতে হয়েছিল বলিউড খ্যাত বিশিষ্ট সংগীতশিল্পী কে কে (কৃষ্ণ কুমার কুন্নাথ)-কে। রাত ১০টার সময়ে এহেন খবর শুনে তা মেনে নিতে পারে নি গোটা ভারতবাসী। তিনি জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন সংগীতের সুরকে। কে কে-এর গানের হাত ধরে একটা প্রজন্ম আবেগে ভাসতে শিখেছিল। কিন্তু, কলকাতার নজরুল মঞ্চই যে তাঁর জীবনে এক বিভীষিকা হিসেবে নেমে আসবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করেননি কে কে।

সেখানে মানুষের উপচে পড়া ভিড় তাঁর সামনে যেন এক ঘন অন্ধকারের সৃষ্টি করছিল। শেষ গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা আর হয়নি। প্রাথমিকভাবে জানা যায় হ্যার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে সংগীত শিল্পীর। আজ কে কে নেই, তাই সবটাই যেন আবেগশূণ্য। তবুও আজ অনেক দিন পর আবারও সকলের স্মৃতিতে তাজা হয়ে উঠলেন প্রয়াত গায়ক কেকে।

পরিবারের তরফে তাঁর ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার চেঞ্জ করা হল। তাঁর প্রোফাইলের নাম kk_live_now। কিন্তু আর কোনোদিন সেই প্রোফাইল থেকে লাইভে আসবেন না গায়ক। তাই পরিবারের তরফে তাঁর শেষ ইচ্ছা পূরণের চেষ্টা চলছে। সম্প্রতি প্রয়াত শিল্পীর ইনস্টাগ্রাম প্রোফাইলের ডিপি বদলে ফেলা হল।

আরো পড়ুন: পেঁয়াজের দাম বৃ’দ্ধি’তে লাগাম লাগানোর চে’ষ্টা! ব’ড়ো পদক্ষেপ কেন্দ্রের

আসলে কলকাতায় স্টেজ পারফর্মেন্সের পর নিজের ডিপি বদলাতে চেয়েছিলেন কেকে। বর্তমানে যে ডিপিটা পরিবারের তরফে সেট করা হয়েছে সেটাই রাখতে চেয়েছিলেন তিনি। এমনটাই জানানো হয়েছে কেকের পরিবারের তরফে। শুধু তাই নয়, ডিপির সঙ্গে একটা আহবেগঘন পোস্টও শেয়ার করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by KK (@kk_live_now)

এমনকি কেকে-র ভক্তদের উদ্দেশ্যে এও বলা হয়েছে যে আগামী দিনে তাঁর স্মৃতিকে সচল করে রাখার জন্য মাঝেমধ্যে কেকে-এর প্রোফাইল পিকচারে আরও সুন্দর ছবি দেওয়ার চেষ্টা করা হবে। কেকে-এর শূণ্যস্থান কখনও কোনোদিনও পূরণ হওয়ার নয় বলেই জানিয়েছেন তাঁর পরিবার। পরিবারের তরফে এও বলা হয়েছে, কেকে কাজের প্রতি সবসময় দৃঢ় মনোযোগী ছিলেন।

তাই তাঁর মতাদর্শ মেনে যদি জীবনের বাকি পথটা তাঁর পরিবার এগিয়ে যেতে পারে এবং সাফল্যলাভ করে তাহলে হয়তো কেকে-এর ইচ্ছাপূরণ হবে। সেই চেষ্টাই করবেন তারা। সংগীত সাধক কেকের জীবনের একটা উদ্দেশ্য ভীষণ ভাবে পূরণ হয়েছে। জীবনের শেষ মুহূর্তেও পাশে পেয়েছেন সংগীতকে।

গান গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কেকে-এর সম্বন্ধে সকলেরই জানা যে স্টেজে উঠলে নিজের কাজ শেষ না করে কখনও স্টেজ থেকে নামতেন না। কাজের প্রতি তাঁর অসম্ভব একাগ্রতা ছিল। আর পরিবারের সাথে কাটানো কেকে-র সুন্দর মুহুর্তগুলোই আজ তাদের হৃদয়ে জীবন্ত হয়ে আছে, আর বরাবরের জন্য তাই থাকবে।