সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্দু নাম বসিয়ে জা’ল ন’থি তৈরি, কলকাতার আশপাশের এলাকা থেকে দুই রোহিঙ্গাকে ধ’র’লো UP পুলিশ

উত্তর 24 পরগনা থেকে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করলো উত্তর প্রদেশ এটিএস। রবিবার একটি খবরের ভিত্তিতে উত্তর 24 পরগনার 2 জায়গাতে হানা দিয়ে জামিল এবং নুর আমিন নামের দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনুপ্রবেশে সহায়তা করতো বলে জানা গিয়েছে। ধৃতদের আপাতত ট্রানজিট রিমান্ডে লখনৌ নিয়ে যাওয়া হয়েছে।

উত্তরপ্রদেশ এটিএসের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভারতে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দিত ওই দুই ব্যক্তি। তাদের হিন্দু নামের জাল পরিচয় পত্র বানিয়ে দিত। এরপর বাংলাদেশী এবং রোহিঙ্গাদের দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিত ওই জঙ্গিরা। পরে তাদের আসল পরিচয় জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হতো।

অক্টোবর মাসে এরকম ভুয়া পরিচয়পত্রসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের সঙ্গে মানবপাচারকারীদের সংযোগ রয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। মঙ্গলবার উত্তরপ্রদেশ এটিএসের কাছে খবর আসে, তিন বাংলাদেশিকে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাচ্ছে পাচারকারীদের একটি দল। এই খবর পেয়ে তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে হানা দেন।

তদন্ত চালানোর সময় উত্তর 24 পরগনার লুকিয়ে থাকা দুই রোহিঙ্গার খোঁজ পাওয়া যায়। ধৃত জামিল এবং নুর আমিনকে জেরা করে তাদের কাছ থেকে জাল আধার এবং ভোটার কার্ড ও মায়ানমারের নথি পাওয়া গিয়েছে।