সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

DA মামলায় ন’জি’রবিহীন ধা’ক্কা খে’লো রাজ্য, এবার কি করবে মমতার সরকার?

এবার রাজ্যের কর্মীদের এক বিরাট জয় , কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে সরকারের বিরুদ্ধেই রায় দেওয়া হয়েছে। ডিএ মামলার যে শুনানি হয়েছে সেই রায় সরকারি কর্মীদের পক্ষেই গেছে। বলা যেতেই পারে এটা সরকারি কর্মীদের একটি বিশাল জয়। বিচারপতি হরিশ ট্যান্ডন ও ববীন্দ্র নাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

যেখানে বলা হয়েছে সরকারি কর্মীদের ৩১% হারে মহার্ঘ ভাতা মেটাতে হবে সরকারকে। আজ বৃহস্পতিবার হাইকোর্টের তরফ থেকে শুনানি হয়েছে, যেখানে বলা হয়েছে এই কথা।

যেটা সরকারকে আরও চাপের মুখে ঠেলে দিল বলেই মনে করা হচ্ছে। তবে হ্যা রাজ্যের বিরুদ্ধে এখনই হাইকোর্ট সময়ের মধ্যে ডিএ না দেওয়ায় আদালতের অবমাননা করা মামলা শুরু করতে পারল না।

জানা যায় আবেদনের মধ্যে নাকি কিছু ত্রুটি ধরা পরে, যার কারণেই সেটাকে প্রত্যাহার করে দেয়। আবার আগামী সোমবার নতুন করে আবেদন জমা দেওয়ার কথা জানানো হয়, তবে এই শুনানি পুজোর আগে হবে বলেই জানানো হয়েছে।