সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা’র এ’টি’সি ফা’র্ম ম’য়’দা’নে আনুষ্ঠানিক’ভাবে সূ’চ’না হল অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতি’যো’গি’তা’র

মালদার এটিসি ফার্ম ময়দানে আনুষ্ঠানিকভাবে সূচনা হল অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতার

মালদা,২৬ অক্টোবর : পুষ্পেন্দু চৌধুরী ক্রিকেট একাডেমি কোচিং ক্যাম্প এর উদ্যোগে শুরু হলো অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ মালদা শহরের এটিসি ফার্ম ময়দানে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতার।

উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সদস্য দেবব্রত সাহা, কোচ সৌমেন দাস, ক্রীড়াপ্রেমী বুম্বা মিত্র সহ অন্যান্যরা। ব্যাটে বল মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে মালদা এবং গাজোল ক্রিকেট দল। জেলার ৫ টি এবং বহরমপুরের একটি দল অংশ গ্রহণ করে এই প্রতিযোগিতায়। মোট ৬ টি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।আগামী ২ নভেম্বর চুরান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ওই মাঠে বলে জানান পুষ্পেন্দু চৌধুরী একাডেমী ক্রিকেট কোচিং ক্যাম্পের কোচ সৌমেন দাস।

এই ধরনের প্রতিযোগিতা করলে খুদে খেলোয়াড়রা খেলার প্রতি আকর্ষিত হবে। জেলা ক্রীড়া সংস্থা খেলার মান উন্নত করার জন্য সব সময় চেষ্টা করছে।প্রতিযোগিতার সাফল্য কামনা করে উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।