Home অফবিট এটাও আবার হয় নাকি? মা-বাবা ছাড়াও শিশুর শ’রী’রে অন্যজনের DNA!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এটাও আবার হয় নাকি? মা-বাবা ছাড়াও শিশুর শ’রী’রে অন্যজনের DNA!

বাবা-মা শুধু নয় তার শরীরে রয়েছে অন্য কারোর জিন।এমনই এক শিশুর জন্ম হলো ব্রিটেনে। বিরল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বাবা-মায়ের সঙ্গে এক অন্য মহিলার ডিএনএ তার শরীরে ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। আর সেই চিকিৎসায় কার্যত যুগান্তর আনল ব্রিটেনের ডাক্তাররা।

এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ওই শিশুর জন্ম হয় বলে জানা গিয়েছে। তার শরীরে ০.০২ শতাংশ জিন এসেছে এক অন্য মহিলার থেকে কিন্তু কিভাবে আসলো এমনটা। জানা গিয়েছে মাতৃগর্ভে থাকাকালীন ওই শিশুটি মাইক্রোকন্ড্রিয়াল রোগে আক্রান্ত ছিল।

তার শরীরের কোষের কয়টি অংশ নাকি নষ্ট হয়ে যাচ্ছিল তাই তাকে বাঁচাতে কয়েকটা বিরল পদ্ধতি ব্যবহার করেন চিকিৎসকরা। সেই পদ্ধতির নাম মাইক্রোকনড্রিয়াল ডোনেশন ট্রিটমেন্ট। জানা গিয়েছে এই চিকিৎসা পদ্ধতিতে একজন সুস্থ মহিলা ডিম্বানু নিয়ে আইভিএফ পদ্ধতি অনুসারে তৈরি করা হয় ভ্রূণ

এর ফলে কোনরকম ক্ষতিকারক কোষ থেকে রক্ষা পায় ঐ শিশু। মায়ের শরীর থেকে যদি তার শরীরে কোন রোগ আসে তবেও তাকে বাঁচানো সম্ভব হয়। এই রোগে আক্রান্ত শিশুরা বেশি দিন বেঁচে থাকতে পারবে না।

কয়েক দিনের মধ্যেই নাকি তাদের মৃত্যুবরণ করতে হয়। এই শিশুটির মধ্যে বাবা মায়ের থেকে এই রোগ এসেছিল জানা গিয়েছে বাবা-মায়ের ডি এন এর প্রভাব তার মধ্যে বেশি।

তার শরীরে বেশিরভাগ গঠন তৈরি হয়েছে তার বাবা মায়ের মতোই। ইংল্যান্ডের নিউ ক্যাসেল নার্সিং সেন্টারে ওই শিশুর জন্ম হয়। বৈজ্ঞানিক পরীক্ষাটি এখনো পর্যন্ত চলছে আর তার ভিত্তিতেই এই সন্তানের জন্ম হয়েছে বলে জানা যায়।

এই রোগ অনেক সময় শিশুদের জন্য মারণ ব্যাধি হয়ে ওঠে, এতে মস্তিষ্কের ক্ষতি হতে পারে এছাড়া পেশি অপচয় হার্টফেলিয়ার হতে পারে। বর্তমানে ওই শিশুটি সুস্থ রয়েছে বলে জানা যায়।