সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আধার কার্ডে ঠিকানা আপ’ডেট করা’নো’র নি’য়’মে বদল আন’লো UIDAI, দে’খে নিন বিস্তা’রিত

আধার কার্ডে ঠিকানা আপ'ডেট করা'নো'র নি'য়'মে বদল আন'লো UIDAI, দে'খে নিন বিস্তা'রিত

আধার কার্ডে বড় বদল করল UIDAI, এবার ঠিকানা আপডেট করা হল আরও কঠিন। অনলাইনে কীভাবে করবেন আবেদন জানুন।

UIDAI আধার কার্ডে ঠিকানা আপডেট করানোর নিয়মে বদল এনেছে৷ এবার আর আগের মতো সহজেই ঠিকানা আপডেট করা সম্ভব হবে না৷

এখন অ্যাড্রেস প্রুফ ছাড়া (Aadhaar Card Address Change Process) আধার কার্ডে ঠিকানা আপডেট করা যাবেন না৷ এর আগে UIDAI-এর তরফে এই সমস্ত নিয়মে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছিল৷ কিন্তু এখন এই নিয়মে বেশ কিছু বদল করা হয়েছে৷

এই বিষয়ে UIDAI-এর তরফে ট্যুইট করে জানানো হয়েছে৷ UIDAI ট্যুইটে জানিয়েছে, নিয়ম বদলানোর পর আধার কার্ডে ঠিকানা বদল করার আগে ডকুমেন্টের লিস্ট চেক করতে হবে৷ লিস্টে দেওয়া ডকুমেন্টের সাহায্যে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন৷

দেখে নিন অনলাইনে কীভাবে অ্যাড্রেস আপডেট করবেন?

1. UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে ‘Proceed to Update Aadhaar’-এ ক্লিক করতে হবে

2. এরপর ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে৷ এরপর সিকিউরিটি কোড ও ক্যাপচা কোড দিতে হবে

3. ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে।

4. রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিতে হবে।

5. এরপর লগইন-এ ক্লিক করতে হবে।

6. লগইন করতেই আধারের ডিটেল স্ক্রিনে চলে আসবে

7. লিস্টে দেওয়া ৩২টি ডকুমেন্টের মধ্যে যে কোনও একটি স্ক্যান করে আপলোড করে নিজের অ্যাড্রেস বদলে ফেলুন

অফলাইনে করতে হলে নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট ফর্ম ফিলআপ করতে হবে ফর্ম জমা করে ভেরিফিকেশনের জন্য বায়োমেট্রিক দিতে হবে। একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) দেওয়া হবে। এই URN দিয়ে আধার আপডেশন স্টেট্যাস ট্র্যাক করতে পারবেন।