সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আন্টার্কটিকায় ভে’ঙে প’ড়া UFO-র হ’দি’শ মি’ল’লো, গুগল আর্থে ধ’রা পড়লো ছবি

এবার গুগল আর্থে দেখা মিলল তার!! যাকে ঘিরে এতদিনের এত আলোচনা, এত বিতর্ক, বহু মতবিরোধ চলেছে, অবশেষে সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। আমরা কথা বলছি ভিনগ্রহের প্রাণীদের নিয়ে, আমরা বিভিন্ন সময়ে বলিউডেও এই নিয়ে বহু সিনেমা দেখেছি। কিন্তু সমস্ত মানুষের শুধুমাত্র ধারণা ছিল এই নিয়ে ,এতদিন কেউ তাদের কোন প্রত্যক্ষ প্রমাণ পায়নি।

তবে মাঝে মধ্যেই এই নিয়ে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আর সেগুলো দ্রুতগতিতে ভাইরালও হয়। এবারও তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে এক গ্রাহক গুগল আর্থ অনুসন্ধান করতে করতে হঠাৎ করেই আন্টার্টিকায় এক চাকতির মত এক বস্তুর সন্ধান পেয়েছেন।

ওই গোল চাকতি টিকে ভিনগ্রহের প্রাণীদের বলে দাবি করেছেন। আন্টার্টিকায় বরফের উপর সেটি ভাসমান অবস্থায় দেখতে পাওয়া গেছে, তাহলে কি আন্টার্টিকা কি বেছে নিয়েছেন ভিনগ্রহী মানুষরা তাদের যান লুকাবার জায়গা হিসেবে? এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। ওয়ারিং দাবি করেছেন ভিনগ্রহের প্রাণীরা যে পৃথিবীতে আসেন এই ভিডিওটি সে কথাই বলছে। আশা করা যায়, এই ইউএফওটি উদ্ধারের জন্য যাওয়া হবে, এই ছবি প্রমাণ করছে ভিনগ্রহের প্রাণীরা পৃথিবীতে যাতায়াত করেন।

তবে ওয়ারিং এর এই বক্তব্যকে মানতে নারাজ বিজ্ঞানীরা। তারা ওয়ারিং এর এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন, তবে সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে জানার আগ্রহ আরো একবার বেড়ে গেছে, কারণ মানুষের বরাবরই অজানাকে জানার আগ্রহ চিরন্তনের।