Home অফবিট কোন প্রাণীর মাথায় হৃদপিণ্ড থাকে? ৯০ শতাংশ মানুষই জানেন না উত্তর!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোন প্রাণীর মাথায় হৃদপিণ্ড থাকে? ৯০ শতাংশ মানুষই জানেন না উত্তর!

আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড কত অদ্ভুত প্রাণীর সংমিশ্রণে তৈরি। মানুষের মধ্যেই কি কম বৈচিত্র্য আছে!! প্রাণিজগতের রহস্যের খবর আমরা অনেকেই জানিনা! যেমন বেশ কিছু অদ্ভুত প্রাণী রয়েছে যাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দেহের নানান বিচ্ছিন্ন জায়গায় অবস্থিত!

সাধারণত হৃদযন্ত্র বা হৃদপিণ্ড আমাদের বুকে থাকে। শুধুমাত্র মানুষ নয় বাঁদর জলহস্তী কুমির সব ধরনের প্রাণীর হৃদপিন্ড থাকে বুকে। কিন্তু এমন একটি প্রাণী রয়েছে যার হৃদপিণ্ড রয়েছে মাথায়। কি জানেন কি সেই প্রাণীর নাম?

৯৫ শতাংশ মানুষ সেই প্রাণীর নাম বলতে পারবেন না, অথচ এই প্রাণীকে আমরা সবাই চিনি.? প্রাণী বলা ভুল হবে বরং বলতে পারেন বাঙালি রান্না ঘরের খুব চেনা একটা মাছ। তাকে আবার মাছ বললেও ভুল হবে বলা হয় জলের পোকা। উত্তর হল চিংড়ি।

আরো খবর: অঙ্কে নোবেল পা’চ্ছে’ন শতায়ু ভারতীয় বিজ্ঞানী রাধাকৃষ্ণ রাও

এই ছোট আকারে চিংড়ির মাথায় থাকে হৃদপিণ্ড। এদের শরীরে দুখানা ভাগ মাথা এবং লেজ। স্বাভাবিকভাবেই হৃৎপিণ্ড তাদের মাথার উপরেই থাকে। লেজের দিকে যেহেতু হৃদপিণ্ড থাকতে পারে না তাই অগত্যা মাথার উপরে তাদের হৃদপিণ্ডের অবস্থান।

তবে অন্যান্য চিংড়ির ক্ষেত্রে অবশ্য হৃদপিন্ডের অবস্থান একই রকম হয় না। কারণ চিংড়ির রকম ভেদ এবং প্রকারভেদে তাদের হৃদপিণ্ডের অবস্থান আলাদা হয়ে থাকে।