Home দেশ অঙ্কে নোবেল পা’চ্ছে’ন শতায়ু ভারতীয় বিজ্ঞানী রাধাকৃষ্ণ রাও

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অঙ্কে নোবেল পা’চ্ছে’ন শতায়ু ভারতীয় বিজ্ঞানী রাধাকৃষ্ণ রাও

নোবেল প্রাপ্তির সঙ্গে জড়িয়ে গেল কলকাতার নাম। কলকাতায় প্রকাশিত এক গবেষণা আর তার কারণেই এবার নোবেল পাচ্ছেন মার্কিন পরিসংখ্যানবিদ। তিনি আদতে ভারতীয় বিজ্ঞানী। তার নাম ক্যালিয়াম পুদি, রাধা কৃষ্ণরাও। আদতে ভারতীয় হলেও এই ব্যক্তি বর্তমানে আমেরিকায় থাকেন। ২০২৩ সালে আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার গণিতের নোবেল পাচ্ছেন তিনি।

জুলাই মাসে কানাডার অন্টারিয়তে আন্তর্জাতিক পরিসংখ্যান ইনস্টিটিউট আয়োজিত কংগ্রেসে তার হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে। তার মূল্য ৮০ হাজার ডলার। পরিসংখ্যান এবং প্রয়োগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে কমিটি।

কর্নাটকের বাসিন্দার তিনটি মৌলিক গবেষণার জন্য গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছেন। তার প্রথমটি প্রকাশিত হয়েছিল ১৯৪৫ সালে। আর তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে কলকাতার। কারণ ওই গবেষণা প্রথম প্রকাশিত হয় ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির বুলেটিনে।

আরো খবর: মাত্র ১৫ বছর বয়সেই BA ফাইনাল পরীক্ষায় ব’স’বে এই বি’স্ম’য় ছাত্রী! উৎসা’হ দিলেন প্রধানমন্ত্রী

তেলেগু পরিবারের সন্তান অন্ধ্রপ্রদেশের স্কুল শেষ করে উচ্চ শিক্ষার জন্য কলকাতায় এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন। এরপর অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি করেন।

সেখান থেকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডক্টরেট লাভ করেন। তার তিনটি মৌলিক গবেষণার মধ্যে একটি হল ক্রেমার রাও লোয়ার বাউন্ড। এই তথ্য তৃতীয় জ্যামিতি তথ্য নামে পরিচিত।

বিগ ব্যাং তথ্য ব্যাখ্যা করে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার ফাউন্ডেশনের চেয়ারম্যান জানিয়েছেন এই পুরস্কার প্রদানের মাধ্যমে সিআর রাওয়ের কীর্তিকে আরো স্মরণীয় করতে চলেছি আমরা।