সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লোকাল ট্রেনে জা’য়’গা পাচ্ছে টিভি! যাত্রী স্বাচ্ছন্দ্যে ন’য়া প্র’ক’ল্প রেলের

করোনার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ। করোনা পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে রেলের চাকাতে গতি এসেছে। রেলের বহু পরিষেবা গিয়েছে বদলে। বেশ কিছু নতুন পরিষেবা যুক্ত হয়েছে রেলের সঙ্গে। এর মধ্যে অন্যতম হলো পশ্চিম রেলের তরফ থেকে নেওয়া একটি উদ্যোগ। আপাতত মুম্বাইতে পশ্চিম রেলের কুড়িটি লোকাল ট্রেনে 24 ইঞ্চি এলইডি স্ক্রিন বসানো হয়েছে।

পশ্চিম রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, একটি বেসরকারি সংস্থাকে ট্রেনের কামরাতে টিভি বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম রেলের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র যাত্রীদের বিনোদনের উদ্দেশ্যে নয়, এতে রেলের তরফ থেকেও কিছু নির্দিষ্ট আয় হবে।

এই টিভিতে প্রধানত দেখানো হবে বিজ্ঞাপন। তার থেকে আয় করবে ভারতীয় রেল। এতে অন্তত বছরে 65 লাখ টাকা উপার্জন হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। পাঁচ বছর পরীক্ষামূলকভাবে পশ্চিম রেল এই ব্যবস্থা গ্রহণ করেছে। এতে রেলের মোট উপার্জন হবে তিন কোটি 45 লক্ষ টাকা।

শুধু বিজ্ঞাপন নয় রেলের এই উদ্যোগের মাধ্যমে টিভিতে বিভিন্ন সচেতনতামূলক প্রচার চালানো হবে। রেলের তরফ থেকে যাবতীয় ঘোষণা সম্প্রচারিত হবে এই টিভিতে। এতে এমন যাত্রীদের সুবিধা হবে তেমনি রেলের উপার্জনও হবে।