সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হটাৎ করেই পেটে প্র’চ’ন্ড ব্য’থা, তড়িঘড়ি হাসপাতালে ভ’র্তি হলেন ঋদ্ধি সেন

জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। ছোট থেকেই বাবার মতো তাঁরও ছিল অভিনয়ের প্রতি বিশেষ টান। থিয়েটারের মঞ্চে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি ঋদ্ধির।

২০১৭ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নগরকীর্তন ছবিতে দুর্দান্ত অভিনয় করে জাতীয় পুরস্কারও পান এই তরুণ নায়ক। এরপর একেরপর এক বাংলা ছবিতে অভিনয় করেছেন। কিন্তু হঠাৎ করেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেতা ঋদ্ধি সেন অসুস্থ হয়ে পড়েন।

পেটের যন্ত্রণা নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে নানা পরীক্ষানিরীক্ষার পর ধরা পড়ে তার কিডনিতে স্টোন হয়েছে। জানা যাচ্ছে আগামীকালই অর্থাৎ সোমবার তাঁর অপারেশন হবে। এ প্রসঙ্গে অভিনেতার বাবা কৌশিক সেনের বক্তব্য, “হঠাৎ করেই ভয়ংকর পেটে ব্যাথায় কাতড়াতে শুরু করে ঋদ্ধি।

আরো পড়ুন: অক্ষয় কুমারের ব্যা’ক টু ব্যা’ক ৫ টি ফিল্ম আসছে, ঝ’ড় তু’ল’বে বক্স অফিসে

দেরী না করে শনিবারই ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্ট করা হয়, আর তাতেই ধরা পড়ে কিডনি স্টোন। ডাক্তারের মতে যত তাড়াতাড়ি অপারেশন হয় ততই ভালো। ঋদ্ধি আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন, আগের থেকে যন্ত্রনা কিছুটা কমেছে।”
অসুস্থ অবস্থায় শ্যুটিংয়ের টাইম শিডিউল যে চেঞ্জ হবে তা খুবই স্বাভাবিক।

ঠাকুমা চিত্রা সেন, মা রেশমি সেন এবং বাবা কৌশিক সেনের মতো ঋদ্ধি সেনও যথেষ্ট দক্ষ একজন অভিনেতা। এই কম বয়সেই নিজের মনোমুগ্ধকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি।

শুধু টলিউড নয়, ইতিমধ্যে বলিউডেও কাজ করে বিশেষ সাফল্য অর্জন করেছেন ঋদ্ধি। ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে বলিউডের সুপারহিট অভিনেত্রী কাজলের সাথে তার ছেলের চরিত্রে কাজ করেছেন তিনি। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করতে শুরু করেছেন অভিনেতা।

গত ১১ই মার্চ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে ঋদ্ধি অভিনীত ‘সুন্দরবনে বিদ্যাসাগর’ ওয়েব সিরিজটি লঞ্চ হয়েছে। এখানে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায়ও।

ওয়েব সিরিজ নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন ঋদ্ধি। সম্প্রতি এই সিরিজের প্রচারের জন্য বেশ কিছু ইন্টারভিউ ও প্রমোশনে দেখা গিয়েছে তাঁকে। আর তারই মাঝে হঠাৎই অসুস্থ ঋদ্ধি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেতার অসুস্থতার খবর। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।