সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলের রাজকীয় তাঁবু, খরচ কতো?

কোথাও ঘুরতে গিয়ে অনেকে তাঁবুতেই রাত কাটাতে পছন্দ করেন। শিকার করতে গিয়ে তাবুতে থাকার চল রয়েছে সেই রাজাদের আমল থেকেই। পাহাড়ের কোলে, নদীর ধারে ,জঙ্গলের মাঝে ক্যাম্প বা তাবু এক অন্য রকম রোমাঞ্চের স্বাদ দেয়।

এবার নিজেদের প্রচারে এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্যের শাসক দল। উত্তরবঙ্গের জেলায় জেলায় দেখা যাচ্ছে সাদা সাদা তাঁবু,যার নীচে রয়েছে নীল রঙের কার্পেট। তাবুগুলি একেবারে দুধ সাদা। সেই তাঁবুর মধ্যে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তাঁবু গুলিও আবার বিভিন্ন রকমের ।

সূত্রের খবর, দিনহাটার বামনহাটে ১৪টি তাঁবু টাঙানো হয়েছিল। মাথাভাঙায় ১০০টি তাঁবু, তুফানগঞ্জে ৬৮টি তাঁবু, আলিপুরদুয়ারের বীরপাড়ায় ১১০টি তাঁবু পড়েছে। এই তাঁবু গুলি একেবারে ভিআইপি। ফ্যান, খাট, এসি, কুলার কি নেই সেখানে।

আরো খবর: বেগুন চা’ষ করার জন্য Infosys থেকে মোটা টা’কা’র চাকরি ছাড়লেন যুবক, এখন কত কামাচ্ছেন?

মিটিংয়ের জন্যও আলাদা আলাদা তাবুর ব্যবস্থা রয়েছে। সুরক্ষায় যেন কোন খামতি না হয় সেজন্যই সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ভিনরাজ্যের এক সংস্থা এই তাঁবু তৈরির দায়িত্বে রয়েছে। তাঁবু ভাড়া করতে খরচ হয়েছে প্রায় ৭৩ লাখ টাকা।

অন্যদিকে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি রথীন বসু জানিয়েছেন, “পুরোটাই ঢপ। নিজেদের প্রমোদ ভ্রমণ করতেই এই ব্যাবস্থা। ফালতু রাজ্যের কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে।

বঞ্চিত উত্তরবঙ্গে মানুষদের কোন পরিষেবা না দিয়ে চুরির টাকায় মৃগয়া করতে বেরিয়েছেন তৃণমূলের নেতা। এটি তৃণমূলের প্যাকেজ ট্যুর। মানুষ এর যোগ্য জবাব দেবে।”