সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোনোভাবে দু’র্নী’তি প্রমাণ হলে তৃণমূল ব’র’দা’স্ত করবে না: অভিষেক

রাজ্যজুড়ে এখন আবাস যোজনা নিয়ে বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করছে। যারা প্রাপ্য তাদের ঘর না দিয়ে, তারা নিজেদের নামে ঘর লিখে নিচ্ছে। এমনটাই অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। কিন্তু এইসব বলার সাথে সাথেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিলেন।

তিনি ঘোষণা করলেন যদি তৃণমূল দলে কেউ দুর্নীতি করছে বলে জানা যায়, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই তৃণমূল বলতে তিনি নতুন দুর্নীতি মুক্ত তৃণমূলকে বোঝানো হয়েছে। অবশ্যই এই ঘোষণা কে কেন্দ্র করে বিরোধীরা তাকে কটাক্ষ করতে কিন্তু ছাড়েনি। গতকাল ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস।

সেখানেই তৃণমূলের পুরোনো জমিতে ভিত পুজো হয়। সেই জমিতে নতুন তৃণমূল ভবন নির্মাণ করা হবে। সেই অনুষ্ঠানে গিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানায়, আমি বলেছি নতুন তৃণমূল এটা। অনেকেই জানতে চেয়েছিল এই নতুন তৃণমূল আসলে কি ? এই নতুন তৃণমূল কোনো দুর্নীতি বরদাস্ত করবে না।

আরো খবর: নতুন বছরে দু’র্ব’ল’তা থেকে পান সরাসরি মু’ক্তি! জীবনে ঘ’ট’বে শ’ক্তি’র স’ঞ্চা’র

দুর্নীতি প্রমাণ হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। দলকে কাজে লাগিয়ে কেউ দুর্নীতি করতে চাইলে তাকে দলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুর্নীতি করে দলে কেউ থাকতে পারবে না। সম্প্রতি তৃণমূলের জন পঞ্চায়েত প্রধানকে দুর্নীতির কারণে সড়িয়ে দেওয়া হয়েছে। এই কথাও তিনি উল্লেখ করেন।