সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছরে দু’র্ব’ল’তা থেকে পান সরাসরি মু’ক্তি! জীবনে ঘ’ট’বে শ’ক্তি’র স’ঞ্চা’র

নতুন বছরে সকলেই চান তাদের জীবন সুখে শান্তিতে আনন্দে ভরে উঠুক। নিজের এবং প্রিয়জনের ভালো চান সকলেই। কোন সমস্যা যেন জীবনে ভিড় করতে না পারে। তাই নতুন বছরে সকালে অনেকের বিভিন্ন দেবদেবীর স্থানে গিয়ে পুজো দিয়ে আসেন। অনেকেই আছেন বছরের শুরুর দিনে বাড়িতে পুজো অর্চনা করে থাকেন। এছাড়াও আরো নানান ধর্মীয় লোকাচার পালন করে নিজেদের প্রথম বছরের শুরু পালন করেন।

তবে এই পুজো করার রয়েছে বিভিন্ন নিয়ম নীতি।যা মানতে পারলে যে কোন কাজ হবে শুভ বাধা-বিপত্তি যাবে কেটে। জীবনকে সুখে শান্তিতে পরিপূর্ণ করতে হলে মন্ত্র জপের উপর নির্ভর করতে হবে। বিশেষ করে যারা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা যদি এই বছরের প্রথমেই গায়ত্রী মন্ত্র জপ করেন তবে বড় সাফল্য পেতে পারেন। সংকটমোচন মহাবলী হনুমান।

এই হনুমান চালিশা পাঠ করলে বা মনে মনে তাকে স্মরণ করলে জীবনের যেকোনো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। ফলের মধ্যে নারকোলকে বলা হয় ব্রাহ্মণ। যে কোন শুভ মাঙ্গলিক কাজেই প্রয়োজন হয় নারকেলের। ২০২৩ এর প্রথম মঙ্গল বৃহস্পতি এবং শনিবার নারকেল দিয়ে পুজো করে সেই জল সারা ঘরে ছিটিয়ে দিলে শুভ ফল লাভ করবেন।

আরো খবর: Credit Card-Bank locker: ১ জানুয়ারি থেকেই নতুন নি’য়’ম চা’লু, জানুন বি’শ’দে

তুলসি গাছকে হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। নিয়মিত তুলসীর পুজো করলে বাড়িতে যে কোন বিপদ আপদ কেটে যায়। সেই সঙ্গে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি খাদ্যশস্য হিসেবে পরিগণিত করা হয় ধানকে। টাকা পয়সার অভাব হলে নিজের পার্সে সাতটি ধান রাখতে পারেন।

ধানের মত টাকা পয়সা আসবে আপনার পার্সে। কপালে জাফরানের তিলক কাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নতুন বছরের স্নান সেরে ইষ্ট দেবতার নাম জপ করে কপালে জাফরানের তিলক কাটতে পারেন। যেকোনো শুভ কাজ খুব তাড়াতাড়ি সফল হবে বলেই মনে করা হয়৷