সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তোলাবাজদের হু’ম’কি, নিরাপত্তা চা’ই’তে পুলিশের দ্বা’র’স্থ তৃণমূল বিধায়ক

নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসন্তির তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল। সব সময় তাকে দেখা যায় তিনজন নিরাপত্তারক্ষীদের নিয়ে চলাফেরা করতে কিন্তু বর্তমানে পুলিশের কাছে তিনি আরও একজন নিরাপত্তারক্ষী বাড়ানোর কথা জানিয়েছেন।

কেন এত জন নিরাপত্তা রক্ষীদের প্রয়োজন তাঁর? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে, এলাকার অনেক মাফিয়াদের অত্যাচার থেকে তিনি যাতে সুরক্ষিত থাকেন সেই জন্যই তিনি পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা রক্ষী চেয়ে একটি চিঠি দিয়েছেন।

পুলিশ প্রশাসনকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন জায়গায় তাঁকে ঘুরে বেড়াতে হয়। অনেক সময় এজন্যে বিভিন্ন তোলাবাজ সমাজবিরোধী মাফিয়াদের হুমকির কবলে তাঁকে পড়তে হয়।

আরো পড়ুন: নাতনির দাদু হয়েছেন তিনি, তা’কে বাড়ি আ’ন’তে হেলিকপ্টার ভা’ড়া করলেন পুনের কৃষক

এই কারণে যাতে তিনি ভবিষ্যতে সুরক্ষিত থাকেন সেই জন্যই নিরাপত্তারক্ষীর আবেদন করেছেন তিনি। নিরাপত্তারক্ষীর আবেদন করে এই আবেদনে জানিয়েছেন বারুইপুরের পুলিশ সুপারের অধীনে।

তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডলের বক্তব্য, এলাকাতে কিছু তোলাবাজ এবং মাফিয়া আছে যারা বেআইনিভাবে নানান রকমের কাজ করে, সেই সমস্ত কাজে যখন বাঁধা দিতে যান তিনি, তখনই তাকে নানা রকম ভাবে হুমকি দেওয়া হয়। এই জন্যই তিনি পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছেন।

পুলিশ প্রশাসনের তরফ থেকে বিধায়ক শ্যামল মন্ডল কে আশ্বস্ত করা হয়েছে। যদিও এই ঘটনা সম্পর্কে বারুইপুরের পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে কিছুই এখনো জানানো হয়নি।