সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন ঘর তৈ’রি করছে তৃণমূল, কয়তলা ভবন হ’বে? কি কি থা’ক’ছে বাড়িতে?

তৃণমূল কংগ্রেস দলটির প্রথম জন্ম হয় ১ জানুয়ারি দিনটিতেই। ২৫তম প্রতিষ্ঠা দিবসে গত রবিবার সকালেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আর একই সঙ্গে এদিন তৃণমূলের নতুন ভবন তৈরির কাজ শুরু হয়ে গেল।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্র পড়ে পুজো-অর্চনার মাধ্যমে নতুন ভবনের প্রথম ইট নিজে হাতে রাখলেন। তপসিয়ায় এই নতুন তৃণমূলের ভবন তৈরির কাজ যেখানে শুরু হবে ঠিক সেই জায়গাটিতেই ছিল পুরনো তৃণমূল কার্যালয় ।

কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করার পর দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো ভবনকে ভেঙে আবার নতুন করে তৈরি করা হবে তৃণমূল কার্যালয়।

আরো খবর: নতুন বছরে কোন কোন তারিখ স্কুল ছুটি? দেখে নিন পুরো তা’লি’কা

যদিও তৃণমূল ভবন ভাঙার কাজ শুরু হয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। সেই কাজ সমাপ্ত হয়েছে। ২০২৩ সালের প্রথম দিনে সম্পন্ন হল নতুন ভবনের ভিত পুজোও। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে সেই জায়গাতেই দাঁড় করানো হবে নতুন একটি বিল্ডিং ।

তবে, যখন পুরনো কার্যালয়টি ভাঙার কাজ শুরু হয় তখন দলের কাছে কোন নির্দিষ্ট স্থায়ী কার্যালয় ছিল না। কয়েক দিনের জন্য বাইপাসের ধারে একটি বাড়িতে অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছিল ভাড়া নিয়ে।