সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সোমবার থেকে ট্রেন বন্ধ থাকবে, জানুন কোন রুটে চ’ল’বে না ট্রেন

আবারো নিত্য যাত্রীদের জন্য দুঃসংবাদ। আপনি কি এই ট্রেন গুলিতে যাতায়াত করেন? তবে আপনার জন্য খারাপ খবর! বাতিল করা হচ্ছে বেশ কয়েকটি ট্রেন! সোমবার থেকে বন্ধ থাকবে এই ট্রেন আর টানা ১০ দিন পর্যন্ত ভোগান্তি ভুগতে হবে নিত্য যাত্রীদের।

১ লা মে ১০ মে পর্যন্ত টানা দশ দিন ধরে বাতিল থাকবে এইসব ট্রেনগুলি। হাওড়া ডিভিশনে প্রচুর ট্রেন বাতিল থাকবে এই দশ দিন। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে লিলুয়া বর্ধমান শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলছে।

এছাড়া ইন্টারলকিং এর কাজ চলছে দীর্ঘদিন ধরে আর সেই জন্য এই বন্ধ রাখা হচ্ছে ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এই নম্বরের লোকাল ট্রেন গুলি!

এছাড়া হুগলির পান্ডুয়া থেকে ৩৭৬১৪, বর্ধমান থেকে ৩৭৮৩৪, ৩৭৮৪০ সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকছে।

আরো খবর: প্রধানমন্ত্রীর হাতেই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হ’তে পারে! সামনে এলো তারিখ

এছাড়া বর্ধমান থেকে তারকেশ্বরগামি ৩৭৮৩৪, ৩৭৮৪০, তারকেশ্বর থেকে ৩৭৩৫৪, এবং গুরাপ থেকে ৩৬০৭২, শ্রীরামপুর থেকে ৩৭০১২ এই ট্রেন গুলি বাতিল থাকবে দশদিনের জন্য। তবে এর জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কিনা তা এখনো পর্যন্ত পূর্ব রেল সূত্রে জানা যায়নি।