সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই দেশের পুরুষদের স্ত্রীর জন্মদিন ভু’লে যাওয়া বি’রা’ট অ’প’রা’ধ, পুলিশ জানলেই হাজ’ত’বা’স

নানা কাজের চাপে স্ত্রীর জন্মদিনটাই অনেক সময় ভুলে বসে থাকেন স্বামীরা। এমনটা করলেই স্ত্রীর মুখ হয় ভার। পরে অবশ্য তাকে তার পছন্দের উপহার কিংবা ফুলের তোড়া এনে দিলে এই দেশে স্ত্রীর মানভঞ্জন করা যায় বটে। তবে জানেন কি, প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সামোয়াতে স্ত্রীর জন্মদিন আপনি ভুলেছেন কি আপনাকে জেল খাটতে হতে পারে?

এই দেশের স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া অপরাধ হিসেবে গণ্য হয়। যদি সেই অপরাধ প্রমাণিত হয় তাহলে জেলেও যেতে হতে পারে! এ রকমই আইন ব্যবস্থা প্রচলিত রয়েছে সেই দেশে। স্ত্রীর জন্মদিনটি কোনও কারণে ভুলে গেলেই নাগরিকেরা সেখানে আইনের ঝামেলায় পড়েন। তবে যদি স্ত্রী নিজে থানাতে উপস্থিত হন তাহলেই একমাত্র স্বামীরা মুক্তি পেতে পারেন।

কিন্তু স্ত্রী যদি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাহলে এই সব শেষ। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামীকে থানায় তলব করবে। এরপর কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। এমনকি অপরাধ যদি প্রমাণ হয় তাহলে জেল হেফাজত হতে পারে স্বামীর। ভুলটা যদি প্রথমবার হয়ে থাকে তাহলে শুধরানোর সুযোগ দিয়ে স্রেফ হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেয় পুলিশ।

আরো পড়ুন: নোটব’ন্দি থেকেই পেয়েছেন দু’র্দা’ন্ত বিজনেস আইডিয়া, এখন ৭০০ কোটি কোম্পানির মালিক ইনি

ভবিষ্যতে তিনি যদি এরকম ভুল না করেন তাহলে সমস্যা নেই। কিন্তু ওই একই ভুল যদি তিনি দ্বিতীয় বার করেন তাহলে তাকে হাজতে থাকতে হয়। ২০১৯ সালে আইনজীবীদের ব্রিটিশ ম্যাগাজিন লইয়ার্স মান্থলিতে এই আইনের উল্লেখ ছিল। যদিও সামোওয়াতে এরকম কোনও আইন নেই বলে পাল্টা দাবি করে সেখানকার একটি আইনি সংস্থা।