সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সর্বকালের সে’রা ৮ টি বাংলা সিরিয়াল, যেটি দর্শকরা এ’খ’নো ভু’ল’তে পারেননি

আজকাল মানুষ একঘেয়েমি জীবন থেকে রেহাই পেতে সময় কাটান ধারাবাহিক দেখে। আট থেকে আশি সবাই সন্ধ্যাবেলায় টেলিভিশনের সামনে বসে পড়েন এই ধারাবাহিকের নেশায়। প্রত্যেক ধারাবাহিকের যেমন শুরু আছে, তেমন শেষও আছে। কিন্তু এমন কিছু কিছু ধারাবাহিক ছিল যা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু এখনও অব্দি তার রেশ থেকে গেছে।

আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল সেরকমই কিছু এভারগ্রিন ধারাবাহিকের তালিকা। যা বহুদিন ধরে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে রয়েছে।

Goyenda Ginni TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

তালিকার প্রথমেই রয়েছে ইন্দ্রানী হালদার অভিনীত গোয়েন্দা গিন্নি ধারাবাহিকের নাম। ধারাবাহিকে ছিল একজন গৃহবধূর ধীরে ধীরে গোয়েন্দা হয়ে ওঠার গল্প। তার কেস সলভ থেকে শুরু করে নিপুণ হাতে ঘর সামলানো সবটাই মন কেড়েছিল দর্শকদের।

Bhutu - Wikipedia

জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক হল ভুতু‌। ধারাবাহিকে ছিল ছোট্ট ভুতের মিষ্টি কান্ডকারখানা। ছোট্ট ভূতের চরিত্রে ছিলেন শিশু শিল্পী আর্শিয়া মুখার্জি। তাঁর অভিনয়ে দর্শকরাও মুগ্ধ হয়েছিলেন। অবশ্য এই ধারাবাহিক এতটাই জনপ্রিয় হয়েছিল যে হিন্দিতেও এই ধারাবাহিক তৈরি হয়েছে।

Ogo Bodhu Sundari (2009)

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘ওগো বধূ সুন্দরী’। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বাংলার বর্তমান ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। এই ধারাবাহিকে ছিল একটা মিষ্টি যৌথ পরিবারের গল্প।

Subarnalata | Bangla Serial | Full Episode - 110 | Zee Bangla - YouTube

যা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অনেকে, আর সেই সাথে ছিল এক বদমেজাজি মেয়ের ধীরে ধীরে সংসারি হয়ে ওঠার গল্প।

Potol Kumar Gaanwala - Wikipedia

স্টার জলসার আরেকটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘পটল কুমার গানওয়ালা’ এই ধারাবাহিকে একটা ছোট্ট মেয়ের পিতৃ পরিচয় খুঁজে পাওয়ার পাশাপাশি নিজেকে সংগীত জগতে প্রতিষ্ঠা করার গল্প সবার মন ছুঁয়ে যায়।স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘তুমি আসবে বলে’।

Tumi Asbe Bole - Wikipedia

এই ধারাবাহিকে একজন সিঙ্গেল মাদারের নতুন করে জীবন শুরু করার গল্প দেখানো হয়েছিল আর তাতেই মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। গল্প জগতের গল্প নিয়ে তৈরি হওয়া স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কিরণমালা’ এই ধারাবাহিক ছোটদের পাশাপাশি বড়দের মন জয় করে নিয়েছিল।

Kiranmala - Disney+ Hotstar

স্কুল জীবনের প্রেম নিয়ে তৈরি হওয়া গল্প ‘ভালোবাসা ডট কম’ ওম তোড়ার প্রেমের রসায়নে মজেছিলেন সবাই। আর এই ধারাবাহিকের মাধ্যমে রাজা এবং মধুবনী বাস্তব জীবনেও প্রেমে পড়ে।

ভালোবাসা ডট কম ( দিন পাল্টায় সং ) | Bhalobasha Dot Com Theme Song | Title  Song | - YouTube

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সুবর্ণলতা’। আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে এই ধারাবাহিক তৈরি হয়েছিল। ধারাবাহিকে অভিনেত্রী অনন্যার অভিনয়ও ছিল অনবদ্য। সুবর্ণলতা আজও মানুষের মনে একই রকম প্রভাব ফেলে।