সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যারা মহিলাদের হি’জা’বে রাখতে চান, তারাই হ’য়’তো আমার ভিডিও দেখেন! তালিবান নিয়ে অকপট প’র্ন তারকা

আফগানিস্তানে বিরাজমান তালিবানি ফতোয়ারা মনে করেন মেয়েরা তাদের ব্যক্তিগত সম্পত্তি। মেয়েদের বুরখা বা হিজাবের আড়ালে রাখতেই তারা পছন্দ করেন৷ বিশ্বাস করেন, মহিলাদের ভোগ করার ক্ষমতা শুধু তাদেরই রয়েছে৷ তারা ছাড়া অন্য কোনও পুরুষের কাছে আফগান মহিলারা যেতে পারবেন না৷ নিজেদের মুখ দেখানো তো দূর। মহিলারা যেন সারা শরীর ঢেকে তবেই রাস্তায় বের হয়।

মেয়েদের শরীরের কোনও অংশই দেখানোই তাদের মতে ঘোরতর অপরাধ। তাদের আমলে এভাবেই বছরের পর বছর অত্যাচার সহ্য করে আসছেন আফগান মহিলারা ৷ সেই দেশেরই এক ‘প’র্ন স্টার’, ইয়াসমিনা আলি শেয়ার করেছেন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা৷ কি শুনে অবাক হচ্ছেন তো! এরকম একটা দেশেও প’র্নো’গ্রা’ফি চলে!

খুব কম আফগান মহিলাই আছেন যারা মৃত্যুকে ভয় না পেয়ে তালিবানদের সত্যিটা সবার সামনে তুলে ধরতে পেরেছেন। তাদের মধ্যে একজন হলেন ইয়াসমিনা৷ তাঁর কথায়, তিনিই আফগানিস্তানের প্রথম ও একমাত্র প’র্ন ছবির তারকা৷ তাঁর আগে বা পরে কেউই এই কাজ করে ওঠার সাহস দেখাতে পারেননি৷ কারণ এর পরিণতি সে দেশে ভয়ঙ্কর!

ওনলি ফ্যা’ন’স এবং প’র্ন হা’বে ইয়াসমিনার ‘হট’ ভিডিও বা ছবি প্রায়শই দেখা যায়৷ প’র্ন দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম তিনি৷ সেই মহিলাই আদতে আফগানিস্তানের নাগরিক হলেও বর্তমানে তিনি থাকেন ব্রিটেনে৷ আর হয়তো সে কারণেই সুখে নিজের জীবনকে নিজের খুশি মতো কা’টা’তে পারেন৷ নাহলে এতদিনে হয়তো তালিবানদের হাতে তিনি খু’ন’ই হয়ে যেতেন।

ইয়াসমিনা বলেন, “ওরা নিশ্চয়ই মনে করে, আমার এত সাহস কী করে হয় যে আমি আফগান হয়ে প্রকাশ্যে আমার শরীর প্রদর্শন করছি! সবথেকে বড় কথা, আমি আমার দেশকে কতটা ভালোবাসি ৷ আমার দেশপ্রেম কতটা, সেটা তালিবরা ঠিক করে দেওয়ার কে ?”

ইয়াসমিনার মতে, তালিবানদের কাছে ‘ধ’র্ষ’ণ’ বলে কোনও কথা নেই৷ ওরা চাইলে যে কোনো মেয়ের সঙ্গে যা খুশি করতে পারে৷ তালিবানরা এতটাই নিকৃষ্ট, যে ওরা কোনো মহিলাকে ধ’র্ষ’ণ করলেও, সেটা নাকি কোনও অপরাধ নয়৷ এদিকে মহিলাদের পোশাক কেমন হবে, সেটা ও’রা ঠিক করে দেবে৷

সবশেষে ইয়াসমিনা এক বিষ্ফোরক মন্তব্য করে বসে। তিনি বলেন, তালিবানরা মেয়েদের হিজাবে রাখতে পছন্দ করে৷ কিন্তু কে বলতে পারে ওরাই আমার ছবি-ভিডিও দেখে না৷ শুধু প্রকাশ্যে সে’টা স্বী’কা’র করতে পারে না৷ ভ’য় পা’য় নিজেদের মানসম্মান খোয়ানোর।