সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র ধা’ক্কা’য় এবার ব’ন্ধ হ’চ্ছে পুরীর জগন্নাথ মন্দির, জানুন তারিখ

করোনা পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যাটা আগের দিনের সংখ্যাটাকে ছাড়িয়ে যাচ্ছে। করোনার ধাক্কাতে এবার পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে ভক্তদের জন্য। আগামী দশই জানুয়ারি থেকে মন্দির বন্ধ করে দেওয়া হবে বলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। 31 জানুয়ারি পর্যন্ত এই মন্দিরের দরজা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। ছত্তিশা নিয়োগ কমিটির সদস্যরা জগন্নাথ মন্দিরের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন জেলার আধিকারিকেরা। এই বৈঠকের পর পুরীর জেলাশাসক জানিয়েছেন ভক্ত এবং শিক্ষকদের স্বাস্থ্য বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

10 ই জানুয়ারি থেকে 31 শে জানুয়ারি পর্যন্ত মন্দির প্রাঙ্গণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের সদস্য থেকে সাধারণ সেবক, পুরীতে ইতিমধ্যেই অনেকে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আর ঝুঁকি না নিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। না হলে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে।

2020 সালের মার্চ মাস থেকে দেশের অন্যান্য ধর্মীয় স্থানের মত পুরীর জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। পরে মন্দিরের দরজা খুললেও রথযাত্রা নিষিদ্ধ করা হয়। এখন সাবধানতা অবলম্বন করার জন্য ফের একই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।