সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার শাসক দলের প্রাক্তণ মন্ত্রীর বাড়ি-অফিসে আ’য়’ক’র হা’না, ১১ কোটিরও বে’শি উ’দ্ধা’র

বুধবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে। মুর্শিদাবাদের সুতি জঙ্গিপুর সামশেরগঞ্জ প্রভৃতি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা হঠাৎ হানা দেয়। আগাম কোন খবর না জানিয়েই তদন্তকারী আধিকারিকরা এসে উপস্থিত হয় বিভিন্ন রাইস ও তেলের মিলে।

জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালানো হয় সকাল ১১ টা থেকে। আর সেখান থেকেই মিলে গেল যক্ষের ধনের খোঁজ। তবে শুধু মুর্শিদাবাদ নয় জাকির হোসেনের কলকাতা এবং দিল্লির বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।

আয়কর দপ্তরের কর্তারা মুর্শিদাবাদের বাড়ি থেকে ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেন। তার অফিস এবং গুদামে তল্লাশি চালিয়ে আরো প্রচুর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

আরো খবর: চীনে “ক’রো’না”-র বি’স্ফো’র’ণ, স্যাটেলাইটে ধ’রা পড়লো আসল পরিস্থিতি

তেলকল এবং বিড়ি কারখানা সহ আরো বিভিন্ন জায়গা থেকে নয় কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে আচমকাই তার বাড়িতে এবং কারখানায় তল্লাশি চালানো হয়। অভিযান চালানো হয় তার বিড়ির কারখানাতে।

তবে শুধুমাত্র জাকির হোসেনের বাড়ি কিংবা তার কারখানাতে নয় বিজলী বিড়ি ফ্যাক্টরি এবং আনন্দ বিডি ফ্যাক্টরিতেও অভিযান চালানো হয়। যদিও এই অভিযান চালানোর সময় সংবাদমাধ্যমের কর্মীদের বারবার বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। সন্ধ্যা ৭ টার পর তদন্তকারী আধিকারিকরা মুর্শিদাবাদ থেকে বেরিয়ে যান।