সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মাসেই ঘূর্ণিঝড় আ’ছ’ড়ে প’ড়’বে উপকূলে! কি জানালো হাওয়া অফিস

শীতের বিদায়ের পর থেকেই গরমের দাপটে মানুষ একেবারে দিশেহারা। প্রায় গোটা এপ্রিল মাস জুড়েই গরমে মানুষের জীবন ঝালাপালা। কোনোভাবেই যেন শান্তি খুঁজে পাচ্ছেনা তারা।

বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষদের কথা বলতে গেলে ঘেমে নেয়ে একাকার। বৃষ্টির দেখা কোনোভাবেই পায় নি তারা। তবে গত সপ্তাহে কিছুটা হলেও ভিজেছে নগরী। কিন্তু তাতে কি আর আশা পূরণ হয়? কখনই না , আরও বৃষ্টির আশায় দক্ষিণবঙ্গের মানুষজন।

তবে এবার তার থেকেও বেশী কিছু যেন আস্তে চলেছে বঙ্গে। কারণ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তরফ থেকে জানা গেছে, ঘূর্ণিঝড়ের অশনি সংকেত দেখা যাচ্ছে বঙ্গে। প্রতিবারের ন্যায় এবারও ঠিক মে মাসেই এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা সত্যি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: দ্বিতীয় সন্তান নেওয়ার চি’ন্তা করছেন নুসরত! কি জা’না’লে’ন অভিনেত্রী?

ঘূর্ণিঝড় মানেই আরো বেশি ক্ষয়ক্ষতি, শান্তির থেকে অশান্তির পরিমাণই যেন অধিক।তাই মানুষের কিছুটা হলেও কপালে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। India Meteorological Department সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসেই ঘূর্ণিঝড়ের দাপট থাকবে বঙ্গে।

দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপ সময়ের সাথে সাথে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও যেন প্রবল।

তবে এখনো কোনো পূর্বাভাস না থাকলেও, প্রতিবারের ন্যায় মে মাসেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়। এবারও আবহাওয়া সেই পথেই হাঁটবে কিনা!

সেটা পরিষ্কার বলা সম্ভব নয়। সময় আর বেশী নেই, আগামী ৬ ই মে তে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে আরো বলা হয়েছে, ঘূর্ণিঝড় সাধারণত বছরের দুটি সময় প্রবল লক্ষ্য করা যায়।

আরো পড়ুন: এবার কি ত’বে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করার ক’থা চি’ন্তা করছে চীন?

একটি বর্ষার আগে আগে ও আরেকটি বর্ষার পরে। তবে যে মাসের ঘূর্ণিঝড়ের প্রবণতা এখনই এড়িয়ে যাওয়া সম্ভব না। ২০২০ সালে আমফান ও ২০২১ সালের ইয়াস যা তছনছ করে গেছে, তার ক্ষতিপূরণ যেন এখনও পুরোপুরি পূরণ হয়নি।

একদিকে কলকাতার এই দাবদাহ পরিস্থিতি, যার ফলে কালবৈশাখীর দানব আকৃতির রূপ যেন আরও বেশী ভয়ঙ্কর হয়ে উঠছে।