সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০০ কিমি দূরে থাকা শ’ত্রু’কে নি’মি’ষে শেষ করবে এই মিসাইল, SAAW-র অনবদ্য সা’ফ’ল্য পেলো ভারত

বিদেশি শত্রুকে যুদ্ধক্ষেত্রে পরাহত করার উদ্দেশ্যে এবার আরও বড় সাফল্য অর্জন করলো ভারত। সম্প্রতি ভারতের রাজস্থানের পোখরান রেঞ্জ থেকে স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড হাতিয়ারের সফল পরীক্ষণ করা হলো। সঠিক লক্ষ্য ভেদ করার উদ্দেশ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে এই হাতিয়ার। গত 28শে অক্টোবর হাতিয়ারের দশম পরীক্ষণ করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও দ্বারা তৈরি দীর্ঘ দূরত্বের নির্ভুল নির্দেশিত অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্র হলো এসএএডাবলু। এই যুদ্ধাস্ত্র কার্যত 100 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। 2013 সালে এই যুদ্ধাস্ত্র প্রস্তুতির প্রজেক্টকে মঞ্জুরি দিয়েছিল ভারত সরকার। 2020 সালে নৌ সেনা এবং বায়ু সেনার মধ্যে ভারত সরকার এই অস্ত্র কেনার মঞ্জুরি দেয়।

2016 সালে এই অস্ত্রের প্রথম সফল পরীক্ষা করা হয়েছিল। 2018 সালে এই হাতিয়ারকে তৃতীয়বার পরীক্ষা করা হয়। 2021 এর জানুয়ারিতে নবম সফল পরীক্ষা করা হয়েছিল। সম্প্রতি ভারত দেশের সৈন্য শক্তি বাড়াতে অগ্নি 5 মিসাইলের সফল পরীক্ষণ করেছিল। অগ্নি 5 মিসাইল কার্যত পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এই ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষাণ কার্যত চীনের চিন্তা বাড়িয়েছে। ভারত সরকার এই মিসাইলের সঠিক রেঞ্জ বিশ্বের সামনে প্রকাশ করছে না বলে অভিযোগ করেছিল চীন। চীনের আশঙ্কা, ভারতের অগ্নি 5 মিসাইল কার্যত সম্পূর্ণ চীন রাষ্ট্রকে নিজের নিশানায় রেখেছে।