সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এটাই হ’য়’তো মোদির মাস্টারস্ট্রোক! এখনই পথের কাঁ’টা স’রি’য়ে ফেললেন প্রধানমন্ত্রী

সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাস্টার স্ট্রোক বিজেপি’র জয়ের পথ প্রশস্ত করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি প্রধানমন্ত্রী কিছুদিন আগে প্রস্তাবিত কৃষি বিল প্রত্যাহার করে নিয়েছেন। তারপর সকল কৃষকদের আন্দোলন ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এতে কৃষক এবং কৃষক নেতাদের মধ্যে সমস্যা অনেকখানি মিটেছে। কৃষক এবং কৃষক নেতারা এই মুহূর্তে আলোচনার মাধ্যমে রাকেশ টিকায়েতসহ সকল কৃষক নেতারা আন্দোলন শেষে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অতএব বহুদিন ধরে বিক্ষোভরত কৃষকেরা এখন ফের শান্ত হয়ে গিয়েছেন। কৃষকদের শেষ সমাবেশে উপস্থিত থাকবেন টিকায়েতসহ অন্যান্য নেতারা। এর ফলে কৃষকদের এক মুহূর্তের মধ্যে শান্ত করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

দিল্লি থেকে উত্তর প্রদেশ, পাঞ্জাব পর্যন্ত কৃষকেরা বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। সারা ভারতের কৃষকেরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। বিরোধীরা এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল। অবশেষে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকরা এবার খুশি মনে বাড়ি ফিরে যাবেন।

প্রধানমন্ত্রী কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার পর কৃষকেরা কিছুটা নরম হয়েছেন। উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে সরকারের জয়লাভের পথ এতে প্রশস্ত হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে 2024 এর লোকসভা নির্বাচনও বাধামুক্ত হলো বলেই মনে করা হচ্ছে।