সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্দুত্ববাদীদের জন্য দেশের আজকে এই অবস্থা: রাহুল গান্ধী

আরও একবার রাহুল গান্ধী রাজস্থানের জয়পুরের সভা থেকে কৃষক আন্দোলন থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে বিঁধলেন। হিন্দুত্বের ধারণা নিয়ে কড়া ভাষাতেই বিজেপি শাসিত সরকারকে নিশানা করেছেন তিনি।

রবিবাসরীয় এই সভা থেকে রাহুল বলেন, ভারত হিন্দুদের দেশ, হিন্দুত্ববাদীদের নয়। তাই যেসকল হিন্দুত্ববাদীরা জোর করে ক্ষমতায় থাকতে চায় তাঁদের ক্ষমতাচ্যুত করা উচিত দেশের জনগণের। এমনকী দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির নেপথ্যে সেই সকল ‘হিন্দুত্ববাদী’দের দায়ী করেছেন রাহুল।

এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, “এটি হিন্দুদের দেশ, হিন্দুত্ববাদীদের নয়। দেশে মুদ্রাস্ফীতি এবং দুর্ভোগের কারণ এঁরাই। হিন্দুত্ববাদীরা যে কোনও অবস্থায় ক্ষমতা চায়।” এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে রাহুল বলেন, “মোদীর বন্ধুরা দেশকে নষ্ট করেছে। মোদীজি এবং তাঁর তিন-চারজন শিল্পপতি বন্ধু সাত বছরে দেশকে ধ্বংস করেছে।”

রাহুল বলেন, “মহাত্মা গান্ধী ছিলেন একজন হিন্দু এবং গডসে ছিলেন হিন্দুত্ববাদী। বাপু হিন্দু ছিলেন তাই সত্যের সন্ধান করে গিয়েছেন। আর একজন হিন্দুত্ববাদী তাঁর বুকে তিনটি গুলি করে। ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীরা সব করতে পারে। এরপরই রাজনীতিক সুরে রাহুল বলেন, “দেশ থেকে তাই “হিন্দুত্ববাদীদের উৎখাত করতে হবে এবং দেশে হিন্দুদের শাসন আনতে হবে।”