সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এটিই হয়তো দেশের মধ্যে প্রথম! অভিষেক চট্টোপাধ্যায়ের না’মে মহাকাশে তারার নামকরণ ক’রা হ’লো

গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে গত ২৪ মার্চ অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়ের মৃত‍্যুর খবর নাড়িয়ে দিয়েছিল। এবার আকাশে সেই নক্ষত্রই স্থান পেল।

অভিষেক চট্টোপাধ‍্যায়ের নামে মহাকাশের গত ১৭ এপ্রিল এক নক্ষত্রের নামকরণ করা হয়েছে। প্রযোজক সৌমেন চট্টোপাধ‍্যায় এই অভিনব কাজটা করেছেন।

তিনি অভিষেকের শেষ অভিনীত ছবি ‘পঞ্চভূজ’ এর প্রযোজক। নিজের নামে একটি তারার নামকরণের আবেদন করেছিলেন অভিষেকই।

আরো পড়ুন: কড়াই-তাওয়া ব্যবহার করার কিছু নি’য়’ম মানতেই হ’বে, তবেই শনি-রাহু-কেতুর কৃ’পা ব’জা’য় থাকবে

তিনি প্রয়াত অভিনেতার অনুরোধ রেখেছেন। মোনোসেরস বা ইউনিকর্ন নক্ষত্রপুঞ্জের একটি তারার নামকরণ করা হয়েছে ‘অভিষেক চট্টোপাধ‍্যায়’। তারাটির ম‍্যাগনিউটিউড ১৬.৪৪ ম‍্যাগ।

তারাটির নামকরণ করা হয়েছে গত ১৭ এপ্রিল। তারাটি সাইনা এবং সংযুক্তার জন‍্য জ্বলছে বলেও লেখা রয়েছে সোসাইটির তথ‍্যে।