সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এটি এখনো পর্যন্ত সে’রা ছবি! ছবিটি একটু জুম করলেই আপনি ধ’র’তে পারবেন কারসাজি, দেখে নিন

সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে বালির ওপর দিয়ে বেশ কয়েকটি চতুষ্পদ প্রাণী হেঁটে চলেছে, তবে অনেকেই দাবি করছেন আসলে যা দেখা যাচ্ছে সত্যিই কি? তাই নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু কারণ?

প্রতিনিয়ত সোশ্যাল-মিডিয়ায় যেসব ছবি-ভাইরাল হয় তারমধ্যে কত ছবি বিখ্যাত হয়? বেশিরভাগই সময়ের সাথে হারিয়ে যায়। তবে এই ছবি নিয়ে একটি বিতর্ক রয়েছে; অনেকেই বলছেন এই ছবিটি দু বছর আগেকার; তখন ছবিটি ভাইরাল হয়নি বর্তমানে ছবির গুরুত্ব বেড়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি মরুভূমি; তার ওপর দিয়ে বেশ কয়েকটি চতুষ্পদ প্রাণী হেঁটে চলেছে এক ব্যক্তি ইতিমধ্যেই টুইটার এই ছবিটি পোস্টও করে লিখেছেন বিখ্যাত পত্রিকার মধ্যে এই ছবিটিকে বছরের সেরা ছবি স্বীকৃতি দেয়া হয়েছে, যদিও সে ব্যক্তির কথায় প্রতিবাদ করেছেন অনেকেই

। আদতে কালো রঙের চতুষ্পদ প্রাণী মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চলেছে মনে হলেও, আসলে বিষয়টি তা নয়, সেগুলোর কোন চতুষ্পদ প্রাণী নয়, ছবিটি অত্যন্ত খতিয়ে দেখলে বোঝা যাবে সেখানে কয়েকটি জেব্রার ছায়া।

একদল জেব্রা মরুভুমির ওপর দিয়ে হেঁটে চলেছে, আর সূর্যের আলো এমনভাবে পড়েছে মাটির ওপর যাতে তাদের ছায়াগুলোই লম্বাকৃতি আকার ধারণ করেছে, যে কারণে মানুষের মনের ভ্রম তৈরি হয়েছে যে কোন চতুষ্পদ প্রাণী মরুভূমির ওপর দিয়ে হেঁটে চলেছে বলে।