সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই পাখির কাছে গেলেই মৃ’ত্যু নি’শ্চি’ত! মানুষকে মা’রা’র ক্ষমতা রা’খে এই বি’ষা’ক্ত পাখি!

প্রকৃতিকে বোঝা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কত কিছু যে রয়েছে প্রকৃতির মধ্যে লুকিয়ে তা সত্যি বোঝা মুশকিল। এতদিন পর্যন্ত আমরা বিষাক্ত সাপ, বিষাক্ত ফল , এমনকি বিষাক্ত গাছের কথাও শুনে এসেছই। কিন্তু তাই বলে বিষাক্ত পাখি? প্রায় দৈনিক নতুন নতুন জীব, প্রাণী আবিষ্কার হচ্ছে বিশ্বে।

তবে এবার এক পাখির খোজ পাওয়া গেল যে কিনা বিষাক্ত। পাখি নিয়ে মানুষের মধ্যে ভয় কম। কারণ পাখিকে মানুষ বাড়িতেই পোষে, তাকে খাবার দেয়। কিন্তু কোনো এক পাখির জন্য মানুষের মৃত্যু হতে পারে, এটা ভাবলেই অবাক লাগে।

সম্প্রতি ডেনমার্কে ২ প্রজাতির পাখি পাওয়া গেছে, বিজ্ঞানীরা জানিয়েছে এইপাখি গুলো আর ৫ টা পাখির মতো নয়। এদের শরীরে নাকি রয়েছে বিষ, আর এই পাখির সংস্পর্শে যদি মানুষও আসে, তাহলে ঘটতে পারে মৃত্যু। বিজ্ঞানীদের মতে বনের বিষাক্ত ফল খেয়ে নিজেদের দেহেই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে পাখি গুলো।

আরো খবর: অপেক্ষার অবসান শীঘ্রই, Royal Enfield এবার ইলেক্ট্রিক বাইক আনছে

নিজেদের মতো শরীরে বিষ সঞ্চয় করেছে পাখিরা। আর সেই কারণেই এই পাখিদের কাছে গেলেই মৃত্যু অনিবার্য। নিউ গিনির গভীর অরণ্যে রুফাস-নেপ্ড বেলবার্ড বা অ্যালিয়াড্রায়স রুফিনুসা এবং রিজেন্ট হুইস্লার বা প্যাশিসেফালা স্কেলেগেলি এই দুই প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে।

ডেনমার্কের বিজ্ঞানীরা এই পাখির সন্ধান করেছে। এই পাখিগুলো বিষ পালকের মধ্যে সঞ্চয় করে রাখে। দক্ষিণ এবং মধ্য আমেরিকায় যে বিষাক্ত ব্যাঙ রয়েছে, তাদের গায়ে যেমন বিষ থাকে, সেই রকমই বিষ রয়েছে এই পাখিদের ডানায়।।