সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপেক্ষার অবসান শীঘ্রই, Royal Enfield এবার ইলেক্ট্রিক বাইক আনছে

রয়্যাল এনফিল্ড মোটর বাইকের চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। 2023 অর্থবছরে রেকর্ড পরিমাণ বা বিক্রি করেছে সংস্থাটি। মোট8,34,895টি ইউনিট বাইক বিক্রি হয়েছে। গত অর্থবর্ষে বিক্রি হয়েছিল 6 লাখের সামান্য বেশি বাইক।

বর্তমানে ইলেকট্রিক স্কুটার বা বাইকের চাহিদা ভারতে ক্রমেই ঊর্ধ্বগামী। পেট্রোল চালিত বাইকের থেকে অনেকেই এই ই-বাইক বেশি প্রেফার করছেন। একটি জল্পনা ছিল খুব শীগ্রই নিজেদের ইলেকট্রিক বাইক বাজারে নিয়ে আসতে চলেছে সংস্থাটি।

রয়্যাল এনফিল্ড – এর মাদার কোম্পানি এইচার মোটরসের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল এই জল্পনায় সিলমোহর দিলেন। আগামী কয়েক মাসের মধ্যেই বৈদ্যুতিক রয়্যাল এনফিল্ড- এর প্রোটোটাইপ লঞ্চ হতে চলেছে।

আরো খবর: এবার “The Kerala Story” OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে, মু’ক্তি পা’বে শীঘ্রই

কিন্তু ক্রেতাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই বাইক নিজেদের হাতে পেতে। 2025 থেকে 2026 সাল নাগাদ এটিকে বাজারে আনা হবে।

স্পেনের সংস্থা স্টার্ক ফিউচার এবং রয়্যাল এনফিল্ড একসাথে কাজ করে এই ইলেকট্রিক বাইক বানাতে চলেছে । তামিলনাড়ুতে একটি নতুন কারখানাও তৈরি করা হবে বলে জানা যাচ্ছে।