সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেডরুমে থা’কা আলমারিতে রা’খা এই জিনিসগুলো আপনার ভা’গ্য ব’দ’লে দিতে স’ক্ষ’ম!

বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিস রয়েছে যে গুলির ওপর যদি আমরা জোর দি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। বাস্তুশাস্ত্রে বাড়ির প্রত্যেকটি কোণ এবং সেখানে রাখা সব কিছুর উপর আমাদের ভাগ্য নির্ভর করে। বাড়িতে আমরা অনেক সময় জায়গা অনুযায়ী জিনিসপত্র রাখি কিন্তু বাস্ত বিশেষজ্ঞরা বলছেন, গৃহস্থালির জিনিসপত্র যদি সঠিক পথে এবং সঠিক জায়গায় রাখা হয় তাহলে ইতিবাচক ফল দান করে।

ঘরে রাখা আলমারি নিয়ে বাস্তুশাস্ত্র তে অনেক নিয়ম রয়েছে এই নিয়মগুলি যদি মাথায় রেখে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। এর জন্য বাস্তুশাস্ত্রে কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, ওই শুভ জিনিসগুলি আলমারিতে লাগলে আপনার ধন-সম্পত্তির আবির্ভাব ঘটবে। এবার জেনে নেওয়া যাক কোন কোন জিনিস আপনি আপনার আলমারিতে রাখলে আপনার জীবন পরিবর্তিত হতে পারে।

বাস্ত বিশেষজ্ঞদের মতে, আলমারিতে অবিচ্ছিন্ন খবরের কাগজ রাখুন। এই সময় এই ভোজপত্রে লাল চন্দন এবং ময়ূরের পালক দিয়ে শ্রী লিখে সিন্দুকে রেখে দিন। এই প্রতিকার করার সময় নিরাপদে টাকা ধীরে ধীরে বাড়তে থাকে। এছাড়া আপনার ঘরের আলমারিতে হলুদ টুকরো খন্ড যদি রেখে দিতে পারেন সেক্ষেত্রে উপকার পেতে পারেন আপনি। এক্ষেত্রে একটি নীল রঙের কাপড়ে হলুদের একটি পিন্ড রেখে দিতে হবে।

আরো পড়ুন: কমেডি শো ছা’ড়া’র পর এ কি করছেন সুনীল? শে’ষ পর্যন্ত রাস্তার পা’শে বাদাম বি’ক্রি?

এছাড়াও রূপো বা তামার মুদ্রা যদি রাখতে পারেন তাহলে ভীষণ উপকার হয়। হলুদ চাল খিলানে রাখা যেতে পারে, সে ক্ষেত্রে আপনার জীবনে ধন-সম্পত্তি এবং সুখ আসবে। এছাড়া সিন্দুকে ধূপকাঠি চন্দনের কাঠি বা ইক্ষা শিশি রাখা যেতে পারে। এতে করে সিন্ধুকে সুগন্ধ থাকবে। এর পাশাপাশি রাখা যেতে পারে পিতল বা তামার মুদ্রা, দক্ষিণাবর্তী শঙ্খ, হলুদ কৌরি।

এটি রাখলেই ব্যক্তি দ্বিগুণ সুযোগ সুবিধা পাবেন। বাড়ির আলমারিতেও রাখা যেতে পারে শ্রীফল বা পুজোর সুপরি। যদি শাস্ত্র মতে ছোট সুপারি গনেশ বা গৌরীর রূপ হিসেবে বিবেচিত করা হয়। এমন অবস্থায় আলমারিতে এটি রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।