সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বাস্থ্যসাথীতে আ’রো মি’ল’বে অনেক সু’বি’ধা, রাজ্যবাসীর জন্য বি’রা’ট সুখবর

বিভিন্ন হাসপাতালে পিপিপি মডেলে যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার ও ফেয়ার প্রাইস সপ রয়েছে সেখানেও রোগীরা এই কার্ডের সুবিধা পাবেন। ইতিমধ্যেই রাজ্যে ২.৩ কোটি মানুষ স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় এসেছেন এবং তাঁরা সুবিধাও পাচ্ছেন।

ইতিমধ্যেই পিপিপি মডেলের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে প্রায় ১৫২ টি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার এবং ডায়ালাইসিস ইউনিটগুলি। সেগুলো বিভিন্ন জেলা ও ব্লকে ছড়িয়ে রয়েছে। এবার সেই সমস্ত জায়গাতেও সুবিধা পেতে পারবেন রোগীর পরিবার।

ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তা জানিয়ে দিয়েছেন, যে কারণে শত শত মানুষের মুখে হাসির রেশ আরো চওড়া হলো।

আরো পড়ুন: ৯০,০০০ কোটি টা’কা কেন্দ্র থে’কে পা’ও’না আছে, দা’বি মমতার

এই পিপিপি মডেলের আওতায় যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের সবগুলোকেই এক ছাতার তলায় আনার ব্যবস্থা চলছে, এমনকি স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে বিনামূল্যে ওষুধ উপভোক্তারা পায় সে দিকেও নজর দিয়েছেন স্বাস্থ্য দপ্তর।

তবে নতুন নির্দেশিকায় এই স্বাস্থ্য সাথী কার্ডটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কেও বিশদে জানানো হয়েছে। প্রথমেই রোগী হাসপাতালে ভর্তির সময় হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য সাথী কার্ড সম্বন্ধে জানাতে হবে।

এমনকি রোগীর পরিবার রোগীকে ভর্তি করানোর সময় যদি স্বাস্থ্য সাথী কার্ড না এনে থাকেন সেক্ষেত্রে যার নামে কার্ডটি রয়েছে তাঁর আধার নম্বর দিয়ে স্বাস্থ্যসাথী ওয়েবপোর্টালে নেম সেকশনে ইউ আর এন নাম্বার দিলেই সহজেই সে সুবিধা মিলবে।

এছাড়াও যদি রোগীর স্বাস্থ্য সাথী কার্ড না থাকে সে ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে নতুন কার্ড বানিয়েও দেবেন অর্থাৎ বলাই চলে যে রাজ্য সরকার আমজনতার জন্য যে প্রতিনিয়ত ভেবে চলেছেন তা আরো স্পষ্ট হলো।