সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডায়াবেটিস শ’রী’রে বা’সা বেঁধেছে না কি? বলে দে’বে চোখ! এই পরিবর্তন গুলোতেই স’ত’র্ক হোন!

ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়। আস্তে আস্তে মানুষের শরীর শেষ করে দেয় হাই ব্লাড সুগার। তাই সুগার হলেই তা নিয়ন্ত্রণ করতে হবে এমনটাই বলেন চিকিৎসকরা। বিশেষ করে আমেরিকার পরে ভারতে ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। তাই ভারতকে বলা হয় ডায়াবেটিসের রাজধানী। শুধু কি মিষ্টি খেলেই ডায়াবেটিস হয় তা কিন্তু নয় আরো বিভিন্ন কারণ রয়েছে এই রোগের পিছনে।

ডায়াবেটিসের দুটি ধরণ রয়েছে টাইপ ওয়ান এবং টাইপ টু। টাইপ ওয়ান এটি অটোইমিয়ন রোগ যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অগ্নাশয়কে আক্রমণ করে এবং ধ্বংস করে। এবং টাইপ টু ডায়াবেটিস এমন অবস্থা তৈরি করে যা ইনসুলিনের প্রতিরোধ করে। রক্তে শর্করার মাত্রা যদি নিয়ন্ত্রণ না করা হয় তবে ইনসুলিন তৈরি হয় না।

ডায়াবেটিসের সব থেকে বেশি ক্ষতি হয় মানুষের চোখের। ডায়াবেটিস চোখের উপর কঠিন প্রভাব ফেলতে পারে এবং তা যদি কন্ট্রোলে না নেওয়া যায় তবে ধীরে ধীরে তার দৃষ্টি শক্তির উপর প্রভাব ফেলবে। চোখের মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করা সম্ভব হয়। ডায়াবেটিসের লক্ষণ এভাবেই বোঝা সম্ভব। ঝাপসা দৃষ্টি বা সবকিছু বিশেষ করে ঝাপসা দেখা ঘনঘন চোখের দৃষ্টি বদল হয়ে যাবে।

আরো খবর: অরণ্যের মধ্যে ছ’ড়ি’য়ে ছি’টি’য়ে আছে সোনা! সূর্যের আলো পড়তেই ধ’রা পড়লো মহাকাশ থেকে

চোখের পাওয়ার অনেকটাই কমে যাবে। কোন রং চিনতে বা বুঝতে অসুবিধা হবে। বিশেষ করে গভীর রং চিনতে অসুবিধা হবে। আলোর ঝলকানি সহ্য করতে পারবেন না এবং চোখের কোনে অস্বস্তিকর জ্বালা হবে।

চোখের সুরক্ষিত রাখার ক্ষেত্রে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এবং হেলদি লাইফ স্টাইল বজায় রাখতে হবে। তাই অবশ্যই ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন ঘন ঘন চোখ পরীক্ষা করার উচ্চ রক্তচাপ কোলেস্টেরলের মতন সমস্যা গুলি থেকে শরীরকে দূরে রাখতে হবে।