সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দক্ষিণে হিন্দি ছবির বা’জা’র নেই, সলমনের কথার উপযুক্ত জ’বা’ব দিলেন KGF-র যশ

হঠাৎ করেই সলমন খানের এক স্টেটমেন্টের কারণে ক্ষুব্ধ সকলে। সম্প্রতি আর আর আর ছবির সাফল্য এখন আকাশছোঁয়া। এবার সেই ছবির সাকসেস পার্টিতে গিয়েই সলমন খানের মুখে এক বিতর্কমূলক কথা।

তিনি বলেছেন, বলিউডের ছবি রিমেক করেই বাজার কাপাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু হিন্দি ছবির সেখানে চলে না। তবে অনেকেই এই কথার পর সলমন খানকে কটাক্ষ করে বলেছিল, হয়তো দক্ষিণী ছবির সফলতার দেখে নিরাপত্তা হীনতায় ভুগছেন।

কিন্তু সলমন খানের কথার জবাব দিলেন এবার কেজিএফ ছবি খ্যাত যশ।তিনি সলমন খানকে উদ্দেশ্য করেই বলেন, আপনারা হয়তো সবাই এর সাক্ষী থাকবেন দক্ষিণী ছবির ভাগ্য কি আগে এত ভালো ছিল?কোনোদিন এমনভাবে ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজকেরা মানুষের সাড়া পায় নি।

আরো পড়ুন: মাত্র কিছুদিনের অ’পে’ক্ষা! ভারতেও ছু’ট’বে বুলেট ট্রেন, কোন রুটে চ’ল’বে জেনে নিন

একটা সময় ডাবিং ও ছিল হাস্যকর। যার কারণে দর্শকেরা এতটা গুরুত্ব দিয়ে কখনো ছবিই দেখত না। কিন্তু এখন ডাবিং ভালো হয়েছে , মানুষ এখন ছবির অর্থ বুঝতে পারে সহজেই।তবে এইসব রাতারাতি কিছুই হয়নি। সময় লেগেছে।

মানুষ তারপর ধীরে ধীরে নিজের করে নিয়েছে। একদিনেই কিন্তু বাহুবলী, পুষ্পা, আর আর আর, কেজি এফের মতো ছবি আসে নি। সময় লেগেছে অনেক। মোটকথা যশ বলেছে, আমাদের মনে রাখা উচিৎ আমাদের সংস্কৃতির পার্থক্য রয়েছে।

আমাদের সেটা দুর্বলতা না হয়ে শক্তি হয়ে উঠুক।তবে এইটা ভুলে গেলে চলবে না, অনেক হিন্দি ছবির আছে যেগুলো সাউথে অনেক বড় হিট হয়েছে।

বলিউডের তারকাদের সবাই ভালোবাসে সেখানে। বলিউডের সবথেকে বড় ভুল চিত্রনাট্যে, কারণ নির্দিষ্ট কোনো জায়গা বিচার, বা তার সংস্কৃতিকে মাথায় না রেখে পুরো দেশের জন্য ছবি বানানো উচিৎ।