সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেটের নি’চ থেকে নেই শরীরের অংশ, এই অবস্থাতেই শি’কা’র করছে হাঙ্গর, দেখুন ছ’বি

মোজাম্বিকে সমুদ্রের এক-দু’মিটার গভীরে এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বিজ্ঞানী মারিয়ো লেব্রাতো এবং তাঁর দল। পেটের নীচের বেশ অনেকটা অংশ গায়েব হওয়া সত্ত্বেও শিকার করতে দেখা গেছে এক বিশালাকায় হাঙরকে।

এ প্রসঙ্গে লেব্রাতো জানিয়েছেন, অন্য হাঙরের হামলায় এই হাঙরটি জখম হয়েছে। হাঙরে হাঙরে লড়াই হয়, বা হাঙর হাঙরকে খায়, এ ঘটনা তো খুবই স্বাভাবিক। কিন্তু শরীরের বিশাল অংশ খুবলে খেয়ে নেওয়ার পরেও কী ভাবে ওই জখম হাঙরটি শিকার করছে সে বিষয়টা ভাবাচ্ছে লেব্রাতোকে। লেব্রাতো আরও বলেন হাঙরটি ওই অবস্থায় প্রায় ২০ মিনিট বেঁচে থাকার পর মারা যায়।

হাঙরের হামলা প্রসঙ্গে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর অধ্যাপক মিকান বলেন, “সবসময় যে একটা নির্দিষ্ট প্রজাতির হাঙর অন্য একটি প্রজাতির হাঙরের উপর হামলা চালাবে তেমনটা নয়। অনেক ক্ষেত্রে এধরণের আচরণ বেশ কিছু প্রজাতির হাঙরের মধ্যেও লক্ষ্য করা গেছে।”