সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরু চো’র স’ন্দে’হে ২ যুবক’কে ধ’রে গ’ণ’প্র’হা’র দেও’য়া’র’ ঘ’ট’না’য় ব্যা’প’ক চা’ঞ্চ’ল্য

গরু চোর সন্দেহে ২ যুবককে ধরে গণপ্রহার দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

মালদা,২৫ আগস্ট : গরু চোর সন্দেহে এক বাংলাদেশী সহ দু’জনকে গ’ণ’প্র’হা’র দিয়ে বিএসএফের হাতে তুলে দিল গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ভোরে ইংরেজবাজার থানার কুমারপুর ভারত বাংলা সীমান্ত এলাকায়। এদিন ভোরে গরু চোর সন্দেহে দুই যুবককে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপর মারধর দিয়ে ৪৪ নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকদের নাম, আসরাফুল হক (২৫)। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আলালপুর এলাকায়। আরেকজনের নাম ইয়াকুব মালিক (২৪)। বাড়ি দক্ষিণ দিনাজপুর তপন থানা এলাকায়। গরু পাচার নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় একাধিক নেতা আমলা ধরা পড়েছে সিবিআইয়ের জালে ।

এমন সময় মালদা জেলার কুমারপুর এলাকায় গরু চোর সন্দেহে ২ যুবককে ধরে গণপ্রহার দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জিজ্ঞাসাবাদের পর ধৃত ২ যুবককে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিবে বিএসএফ বলে জানা গিয়েছে। এই ঘটনায় আর‌ও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ ও ইংরেজবাজার থানার পুলিশ।