সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসের সা’থে করুন ব্যবসা, খরচ মা’ত্র ৫ হাজার টা’কা, প্রথম দিন থেকেই হবে ইনকাম

অনেকেই ব্যবসার কথা ভাবেন। তবে অনেকেই কম পয়সায় কোন ব্যবসা শুরু করা যায়, তা বুঝতে পারেন না। সেক্ষেত্রে একটি ব্যবসায় তাঁরা বিরাট লাভবান হতে পারেন। পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করুন।

আসলে দেশে 1.55 লাখ পোস্ট অফিস থাকা সত্ত্বেও, এমন অনেক এলাকা রয়েছে যেখানে পোস্ট অফিসের এখনও কোনও শাখা নেই। কিন্তু সেখানে পোস্ট অফিসের প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনের কারণেই পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজির সুযোগ করে দেয়। এর ফলে অর্থ উপার্জন করার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজি নেওয়া লোকেরা।

আপনাকে এই ফ্র্যাঞ্চাইজি নিতে 5000 টাকা ‘সিকিউরিটি মানি’ হিসেবে ডিপোজিট করতে হবে। এই ফ্র্যাঞ্চাইজির অনুমতি পেলে কোনও ব্যক্তি বুকিং স্ট্যাম্প, স্টেশনারি, স্পিড পোস্ট আর্টিকেল, মানি অর্ডার করার মতো সুবিধা পাবেন। তাঁকে এই দ্রব্যগুলি দেওয়া হবে। এই ফ্র্যাঞ্চাইজিতে লেনদেনের ক্ষেত্রে কমিশন পাবেন ফ্র্যাঞ্চাইজি নেওয়া ব্যক্তি।

পোস্ট অফিসে দু’ধরনের ফ্র্যাঞ্চাইজি নেওয়া যেতে পারে। আউটলেট ও পোস্ট এজেন্টস ফ্র্যাঞ্চাইজি নেওয়া যেতে পারে। প্রথমটিতে বুকিং স্ট্যাম্প, স্টেশনারি ইত্যাদি দেওয়া হবে। দ্বিতায়টিতে এজেন্টরা শহুরে এবং গ্রামীণ অঞ্চলে ডাকটিকিট এবং স্টেশনারি সরবরাহ করবে। বিনিয়োগকারীরা নিজেদের সুবিধা মতো যে কোনও একটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেন।

এই ফ্র্যাঞ্চাইজি যে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান নিতে পারে। ফ্র্যাঞ্চাইজি নিতে হলে একটি ফর্ম জমা দিতে হবে। এছাড়া পোস্ট অফিসের নির্দিষ্ট বিভাগের সঙ্গে একটি MoU-ও স্বাক্ষরিত হবে। তবে, পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে ক্লাস এইট পাশ করতে হবে ব্যক্তিকে। অন্যদিকে ওই ফ্র্যাঞ্চাইজি নিতে হলে আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। ফ্র্যাঞ্চাইজির আবেদন করা হলে, সেই আবেদন বাছাই করা হয়। এই আবেদন বাছাই করেন পোস্ট অফিসের সংশ্লিষ্ট বিভাগের কর্তা। 14 দিনের মধ্যে এই আবেদন বাছাই করা হয়।