সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবথেকে ব’ড়ো গাছ দাঁ’ড়ি’য়ে আছে দাবানলের মু’খে

বিগত কয়েক বছরে ঘনঘন দাবানলে এই সম্পূর্ণ বিশ্বের একাধিক বন-জঙ্গল রীতিমতো ধ্বংসের মুখে পড়েছে। রাশিয়া থেকে শুরু করে আমেরিকা, পৃথিবীর বুকে থাকা ঘন জঙ্গলে আচমকাই ভয়ঙ্কর আগুন লেগে যাওয়ার কারণে প্রাণিসম্পদের পাশাপাশি বন জঙ্গলের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলের হাত থেকে রক্ষা পেল না পৃথিবীর সবথেকে বড় গাছটিও। এই সম্পূর্ণ পৃথিবীর সবথেকে বড় গাছ জেনারেল শেরম্যান। দাবানলের কবলে পড়ে সেটিও এখন ধ্বংসের মুখে।

পৃথিবীর সবথেকে বড় এই গাছ সেকুইয়া প্রজাতির গাছ, যা প্রায় ২৫০০-২৭০০ বছর পুরনো। গাছটি আমেরিকার ক্যালিফোর্নিয়া জঙ্গলে রয়েছে। সাম্প্রতিক দাবানলে এই গাছটি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। যে কারণে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। এই গাছটি দাবানলের কবলে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। দাবানলের কারণে সর্বদা তটস্থ হয়ে রয়েছে অগ্নি নির্বাপক সংস্থাগুলি।

বিশিষ্ট সূত্রের খবর, আমেরিকার ক্যালিফোর্নিয়া জঙ্গলের এই দাবানল ইতিমধ্যেই লং মিডো গ্রোভ পর্যন্ত পৌঁছে গিয়েছে। যে অঞ্চল এই গাছের থেকে অন্তত পক্ষে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। অগ্নি নির্বাপক সংস্থা এখন এই গাছটিকে দাবানলের গ্রাস থেকে বাচাঁনোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাবানল যাতে কোনোভাবেই গাছটিকে স্পর্শ না করতে পারে তার জন্য অগ্নি নির্বাপক সংস্থা আগে থেকেই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।