সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনে ব্যা’গ ভর্তি সা’প পাচার মহিলার, তল্লাশি করতেই ফোঁ’স করলো বি’ষ’ধ’র

প্রত্যেকদিন কত মানুষজনসহ, পতঙ্গ, সাপ এবং জিনিসপত্র পাচার হচ্ছে তার হয়তো হিসাব কিতাব আমরা রাখতে পারি না। কিন্তু এখনো পর্যন্ত চোখের আড়ালে যে এই সমস্ত ঘটনা ঘটেই চলেছে তা কিন্তু মাঝে মাঝেই আমাদের চোখের সামনে উঠে আসে পুলিশ প্রশাসনের করা নজর দারির মাধ্যমে।

কথায় বলেনা, পুলিশের নজর যদি একবার কিছুর উপর পড়ে তাহলে তার গোড়া অব্দি গিয়ে থাকে। এই ঘটনাতে ঘটলো কিছু সেরকমই বিষয়। জামশেদপুরের টাটানগর রেল স্টেশনে এসে দাঁড়ায় নীলচল এক্সপ্রেস। সেই এক্সপ্রেসে থাকা এক মহিলার গতিবিধি নিয়ে সন্দেহ হয় পুলিশের।

পাকড়াও করা হয় সেই মহিলাকে এবং তল্লাশি করা হয় সেই মহিলার ব্যাগ। যার পর হতবাক হয়ে যান পুলিশ কর্তৃপক্ষ। তল্লাশি করার পর ব্যাগ থেকে পাওয়া যায় এক কৌটো বন্দি সাপ। ২৮ ধরনের বিরল প্রজাতির সাপ এবং পতঙ্গ ছিল এই কৌটোতে। সেই সবগুলি বিরল প্রজাতির।

বিদেশি এবং বিরল ধরনের সাপ পাচারের দায়ে ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ তরফ থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করার পর ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।