সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোটা ভারত উৎসবের মরশুমে অ’ন্ধ’কা’রে ডু’বে যেতে পারে! রয়েছে মাত্র ৪ দিনের কয়লা

এবার পুজোর কটা দিন কাটাতে হতে পারে অন্ধকারে! এমনই আশঙ্কার কথা জানাচ্ছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রালয়। কারণ ভারতে এই মুহূর্তে মাত্র চার দিনের মতো কয়লা অবশিষ্ট আছে। এত কম পরিমান কয়লা দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব নয়। কাজেই কয়লার অভাবে বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ পরিষেবা।

এই মুহূর্তে দেশে প্রায় 70 শতাংশ বিদ্যুৎ উৎপাদন কয়লা দিয়েই হয়। 135 থার্মাল পাওয়ার প্লান্টের মধ্যে বাহাত্তরটি প্লান্টের কাছে যে পরিমান কয়লা আছে তাতে তিন দিনও চলবে না বলে জানা যাচ্ছে! বাকি 50 টি প্লান্টে 4 থেকে 10 দিনের মত কয়লা আছে।

বিদ্যুৎ মন্ত্রালয়ের তরফ থেকে দেওয়া বিবৃতি অনুসারে। করোনার সময়কালে বহু মানুষ ঘরেই বসে রয়েছেন। যার ফলে বিদ্যুতের চাহিদা বাড়ছে। আগের তুলনায় বিদ্যুতের চাহিদা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে। 2021 সালে প্রায় বারো হাজার চারশো কুড়ি কোটি ইউনিট বিদ্যুৎ প্রতি মাসে খরচ হচ্ছে।

এদিকে আবার অতিবৃষ্টিতে খনিতে জল ঢুকে যাওয়ার কারণে কয়লা খনন সম্ভব হয়নি। উত্তর প্রদেশসহ সারা দেশেই এই মুহূর্তে কয়লার সংকট দেখা দিয়েছে। উৎসবের মুহুর্তে আবার বিদ্যুতের চাহিদা বাড়বে। অতএব সমস্যা আর দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।