সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ জানুয়ারি থেকে অস্বাভাবিক হা’রে বদ’লা’বে আবহাওয়া! কি বললো হাওয়া অফিস?

শেষ হতে চলল ২০২২ । বছর শেষের দুই দিন আগেও অবশ্য শীতের দেখা নেই। শুরুর ওভারগুলিতে ভালো গতিতে এগোলেও আচমকাই পথ হারিয়েছে শীত। বঙ্গে তাপমাত্রার বড় পরিবর্তন হতে চলেছে। গলদঘর্ম পরিস্থিতি হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামিকাল শীতের শিরশিরানি থাকবে।

তবে, ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। তবে তা স্থায়ী মাত্র দিন দুই। বৃহস্পতিবার খানিকটা নেমেছে পারদ। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই থাকে। তবে রবিবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। তিন দিনের তাপমাত্রা পতনের পর বর্ষশুরুতে গায়েব হবে ঠান্ডা।

২৫ ডিসেম্বরের মতো ১ জানুয়ারি থেকে ফের বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে তাপমাত্রা দু-তিন ডিগ্রি বাড়তে পারে। জানুয়ারির শুরুতে ১৬-১৭ ডিগ্রিতে উঠতে পারে পারদ। অস্বাভাবিক তাপমাত্রার পরিবর্তন আগামী কয়েক দিনে আর হবে না। বড় পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে।

আরো খবর: আজ বছরের শেষ শুক্রবার, দেখে নিন দিনটি কেমন কা’ট’বে আপনার (30.12.2022)

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পশ্চিমী ঝঞ্ঝা পৌঁছবে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে উত্তুরে হাওয়ার দাপট অনেকটাই কমে যাবে।উত্তুরে হওয়া প্রভাব কমলে জানুয়ারির শুরু থেকে তাপমাত্রা আবার বাড়বে।।অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পং এবং সিকিমে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বাকি জেলায় কোন বৃষ্টির সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিন। সিকিমে বৃষ্টিপাতের কারণে বরফও পড়ছে বেশ কিছু এলাকায়। ফলে শীতে জমজমাট পাহাড়।