সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবহাওয়ার খামখেয়ালি! শীতের আ’গ’ম’ন নিয়ে ব’ড়ো বা’র্তা হাওয়া অফিসের

নভেম্বর জুড়ে শীতের আমেজ উপভোগ করছে কলকাতাসহ পশ্চিমবঙ্গবাসী। তবে নভেম্বর মাসে শেষ হতে চলল সেইভাবে শীত এখনও এসে পৌঁছয় নি আমাদের দরজায়। এদের মধ্যে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার ফলে আমাদের পশ্চিমবঙ্গে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তরে হাওয়া। নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধপ্রদেশের বেশ কিছু জায়গায়।

আজ কলকাতায় এবং দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রী সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন হতে পারে ৪২ শতাংশ। আওয়া দপ্তর জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে আরো একবার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। আন্দামান সাগরে উৎপন্ন নিম্নচাপের সৃষ্টি থমকে দিয়েছে শীতের আমেজকে। যদিও বৃষ্টির সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে এখনো পর্যন্ত আকাশে ঝকঝকে রৌদ্রোজ্জ্বল।

উত্তরবঙ্গের পাশাপাশি আপাতত দক্ষিণবঙ্গে ও আগামী বেশ কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। যদিও রবিবার থেকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝারগ্রাম এবং দুই ২৪ পরগনা জেলায় আকাশ মেঘলা থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে আগামী বেশ কয়েকদিন।