সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পার্থর জন্য ক’মে’ছে বাংলার সব সিরিয়ালের জনপ্রিয়তা, নম্বর কা’টা গে’লো মিঠায়ের

গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যম থেকে শুরু করে নেট দুনিয়া সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক চাপাউন্তরে। আর সেখানেই উঠে এসেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম।

Enforcement Directoret এর উদ্যোগে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটিরও বেশি টাকা সহ বিদেশি মুদ্রা এবং সোনা-হীরের গয়না। তবে এত ধনসম্পত্তির উৎস কি তা দেখাতে পারেননি অর্পিতা। SSC দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন দুজনেই।

এহেন পরিস্থিতির কারণে বাংলা সিরিয়ালের টিআরপিতে কি কোনো প্রভাব পড়ছে? প্রতি সপ্তাহের মত বৃহস্পতিবার নিয়ম মেনে বেরিয়েছে ধারাবাহিকের টিআরপি লিস্ট।

আরো পড়ুন: স’ম্প’ত্তি নিয়ে কো’নো কিছুই লুকাইনি, সাংবাদিক সম্মেলন ক’রে বললেন ফিরহাদ-ব্রাত্যরা

অন্য বারের মতো এবারেও মিঠাই ধারাবাহিক অন্যদেরকে পিছনে ফেলে ৮.৪ রেটিং পেয়ে সবার আগে এগিয়ে গেছে। বাকিরাও ০.১-০.২ নম্বরের তফাতে সামান্য পিছিয়ে পড়েছে।

মিঠাই সেরার সেরা হওয়ায় তার ভক্তরা খুশি হয়েছেন ঠিকই, তবে দর্শকদের কপালে এ প্রসঙ্গে চিন্তার ভাঁজ বাড়ছে। আগে যেখানে টপারের টিআরপি রেটিং থাকত +৯ থেকে +১২, সেখানে মাত্র ৮.৪ রেটিং নিয়েই টপার হচ্ছে বাংলা টেলিভিশনের এই ধারাবাহিক।

তবে দিন দিন কেন এত কমে আসছে বাংলা সিরিয়ালের রেটিং! টিআরপি রেটিং চার্টের দ্বিতীয় স্থান দখল করেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, যার ৭.৮ নম্বর, তৃতীয় স্থানে আলতা ফড়িং – ৭.৫ নম্বর, চতুর্থ স্থানে গাঁট ছড়া ৭.৪ নম্বর, পঞ্চম স্থানে গৌরী এল – ৭.৩ নম্বর। সবথেকে আশ্চর্যের বিষয়, একসময়ের বেঙ্গল টপার ধূলোকণার টিআরপি রেটিং এবারে ৬.৮।

তবে দর্শকদের একাংশ টিআরপি রেটিং কমে আসার কারণও বুঝতে পারছেন। তাদের মতে, ইদানিং প্রায় সকলের হাতেই স্মার্টফোন আছে। আর সেই সাথে স্মার্টফোনে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে।

আর এখানে যদি সাবস্ক্রিপশন থাকে তাহলে আর ধারাবাহিক দেখার জন্য সারাদিন অপেক্ষা করে থাকতে হয় না, ইচ্ছামতো, এমনকি একদিন আগেই ধারাবাহিকের পর্ব দেখা হয়ে যায়।