সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপে’ক্ষা’র অ’ব’সা’ন, ভারতে ল’ঞ্চ হ’লো Infinix Zero Ultra 5G, রইলো দা’ম ও ফি’চা’র্স

ভারতে স্মার্টফোনের রেঞ্জ আরো বাড়ালো infinix। বহু প্রতীক্ষিত infinix zero Ultra 5G ফোন লঞ্চ করেছে কোম্পানি। দামও একেবারেই সাধ্যের মধ্যে মাত্র ২৯ হাজার ৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে দুর্দান্ত মিডিয়াটেক ডাইম্যানসিটি 950 প্রসেসর। সেই সঙ্গে রয়েছে 4500mAh ব্যাটারি। মাত্র ১২ মিনিটের মধ্যে এই ডিভাইস ১০০% চার্জ সম্পূর্ণ করে।

Infinix Zero Ultra 5G ভারতে লঞ্চ করা হয়েছে একটি ভ্যারিয়েন্টে। তাতে রয়েছে 8 GB Ram সেই সঙ্গে 256 GB স্টোরেজ। এই মডেলের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। কসলাইট সিলভার জেনেসিস নয়ার দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে এই মোবাইল। বড়দিন অর্থাৎ আগামী ২৫শে ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে এই ফোনটি অর্ডার করতে পারবেন গ্রাহকরা।

তবে শুধু অনলাইন নয় অফলাইন রিটেল স্টোরেও পাওয়া যাবে এই ফোন। অফার অনুযায়ী ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ব্যবহারকারীরা পাঁচ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। এক্সচেঞ্জ অফার এবং নো কস্ট ইএমআইএ এই ফোনটি ক্রয় করা যেতে পারে Infinix Zero Ultra ডুয়েল সিম সাপোর্ট 5G ফোনটিতে মিডিয়াটেক ডাইমনসিটি 920 6nm অক্টোকর প্রসেসরও দেওয়া রয়েছে। 8 GB Ram ও 256 GB স্টোরেজ পাওয়া যায়।

আরো খবর: ডাক্তারদের হাতের লে’খা বু’ঝ’তে অ’ভি’ন’ব উপায় গুগল ইন্ডিয়ার, আর ওষুধ চি’ন’তে অসুবিধা হ’বে না!

এই ফোনের সঙ্গে মাইক্রো এসডি কার্ড দিয়ে স্টোরেজ আরো বাড়ানো যেতে পারে। ভার্চুয়ালি RAM আরো বাড়ানো যেতে পারে। এই ফোনে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস 3D AMOLED ডিসপ্লে যার ব্রাইটনেস 1000 নিডস। ফোনের স্ক্রিন 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে।

টাচ স্যাম্পলিং রেট 360 Hz সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস থ্রি রয়েছে। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক XOX আছে। ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে 200MP ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে।