সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরাখন্ড জ’য়ে বাংলার লকেটের জয়জয়কার, গেরুয়া শিবিরে গু’রু’ত্ব বৃ’দ্ধি সাংসদের

বিজেপি উত্তরাখণ্ডে ক্ষমতায় ফিরছে। লকেট চট্টোপাধ্যায় সকাল থেকে এমন ট্রেন্ড দেখার পর থেকেই খুশি। কারণ, বিজেপি-র উত্তরাখণ্ড জয়ে তাঁরও অবদান রয়েছে। নির্বাচন ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তিনি চলে যান প্রায় অচেনা রাজ্য উত্তরাখণ্ডে।

গোটা প্রচারপর্ব মিটিয়ে ফিরেছিলেন বাংলায়। বৃহস্পতিবার বিজেপি-র উত্তরাখণ্ড জয়ের পরে লকেট জানান, ‘‘ভাল তো লাগবেই। আমার কাছে দলের নির্দেশই শেষ কথা। নেতৃত্ব যা বলেছেন, অক্ষরে অক্ষরে পালন করেছি। তার ফল ভাল হয়েছে দেখলে আনন্দ তো হবেই। কয়েক মাসে নিজের শহর হয়ে ওঠা দেহরাদূনে চলে যেতে ইচ্ছে করছে।’’

লকেট বৃহস্পতিবার বিকেলেই নয়াদিল্লি রওনা দিচ্ছেন । প্রথমে দিল্লি। তার পরে গন্তব্য উত্তরাখণ্ড। শুক্রবারই দেরাদুনে। যোগ দেবেন বিজয় উৎসবে। এখনও পর্যন্ত যা পরিকল্পনা, তাতে হাজির থাকবেন নতুন সরকারের শপথগ্রহণেও।

আরো পড়ুন: খে’লা চলাকালীন মাঠে কুকুর ঢুকে গেলে বা’ধ্য হ’য়ে এই কাজটি ক’রতে হ’বে আম্পায়ারকে, জেনে নিন

লকেট রাজ্য বিজেপি-র নতুন কমিটিতে পুরনোরা অনেকে বাদ পড়লেও সাধারণ সম্পাদক পদ ধরে রাখতে পেরেছেন। হুগলির বিজেপি সাংসদ গত বিধানসভা নির্বাচনে চুঁচুড়া আসন থেকে পরাজিত হলেও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্ব পেয়েছিলেন।

এই রাজ্যের নেতানেত্রীদের মধ্যে একমাত্র লকেটকেই পাঁচ রাজ্যের নির্বাচনে নির্দিষ্ট দায়িত্ব দিয়েছিলেন জেপি নড্ডা, অমিত শাহরা। লকেট হয়েছিলেন উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের সহ-পর্যবেক্ষক।

এমনকি উত্তরাখণ্ডের মাটি কামড়ে পড়েও ছিলেন। মাঝে লোকসভার অধিবেশন থাকলে দিল্লি আসা ছাড়া উত্তরাখণ্ডের মাটি ছাড়েননি। সেই উত্তরাখণ্ডে বিজেপি কাঙ্খিত জয় পাওয়ার পরে স্বাভাবিক ভাবেই আপ্লুত লকেট।